ডেস্ক রিপোর্ট : ঈদুল ফিতর উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে রোকেয়া বেগম মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে ১ হাজার হতদরিদ্র ও দুঃস্থ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে সুন্দরপুর উচ্চ বিদ্যালয় সংলগ্ন ঈদগাহ মাঠে নয়ালাভাঙা ইউনিয়নের ৬, ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের এক হাজার হতদরিদ্র ও দুঃস্থ পরিবারকে এই সহায়তা দেয়া হয় ।
ট্রাস্টের প্রধান পৃষ্ঠপোষক ও নয়ালাভাঙা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল হকের সভাপতিত্বে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শিমুল আকতার। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক খায়রুল আলম। প্রত্যেক পরিবারকে ৫ কেজি চাল, ৪ কেজি আলু, ১ কেজি লবণ, ১ কেজি চিনি, ১ কেজি ছোলা ও একটি সাবান প্রদান করা হয় ।