হাবিবুল বারি হাবিব : আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত হবে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন । ঘোষিত তফসিল অনুযায়ী আজ বৃহস্পতিবার প্রার্থীদের প্রতীক বরাদ্দের সময় ছিল । সেই ধারাবাহিকতা এই উপজেলায় মহিলা ভাইস-চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান মহিলা ভাইস-চেয়ারম্যান মোসা: শিউলী বেগম । আজ প্রতিক বরাদ্দের দিনে প্রজাপতি প্রতীক পেয়েই ভোটের মাঠ কাঁপাতে শুরু করেছেন শিউলী বেগম । তিনি বলেন, গত ৫ বছর উপজেলার জন সাধারণের এবং বিশেষ করে মহিলাদের খুব কাছে থেকে সেবা করে এসেছি । আসন্ন নির্বাচনে জনগন আমাকে আবারো প্রজাপতি প্রতীকে ভোট দিয়ে পুনরায় জয়যুক্ত করে জনগনের সেবাকে আরো ত্বরান্বিত করার সুযোগ দিবে এই কামনা করি । এসময় তিনি শিবগঞ্জ উপজেলা বাসীর সর্বস্তরের ভোটার ও সাধারণ জনগনের সমর্থন ও দোয়া কামনা করেছেন ।
প্রজাপতি প্রতীক পেয়েই ভোটের মাঠে মহিলা ভাইস-চেয়ারম্যান প্রার্থী শিউলী বেগম
সংবাদ ক্যাটাগরি : রাজনীতি || প্রকাশের তারিখ: 2 May 2024, সময় : 7:41 PM
আপনার মতামত দিন :