মোঃ আনসারুজ্জামান সিয়াম, চাপাইনবাবগঞ্জ থেকে : চাঁপাইনবাবগঞ্জস্থ খামারিদের উন্নয়ন, পশু স্বাস্হ্য সেবা ও সামাজিক কার্যক্রম নিশ্চিতের লক্ষ্যে গঠিত চাঁপাইনবাবগঞ্জ ভেটেরিনারি এসোসিয়েশনের উদ্যোগে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ এপ্রিল) চাঁপাইনবাবগঞ্জ ভেটেরিনারি এসোসিয়েশন এর উদ্যোগে ইমোশন ক্যাফে ও কিডস জোনে ক্যাফেতে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন প্রফেসর ড. মোঃ আব্দুল মাসুম।
এসময় সভাপতির বক্তব্যে প্রফেসর ড. মোঃ আব্দুল মাসুম বলেন, ‘চাঁপাইনবাবগঞ্জের মানুষ শান্তি প্রিয়। ভালোবাসার বন্ধনে আমাদের আবদ্ধ থাকতে হবে। এছাড়াও, এসোসিয়েশনের কাজ এগিয়ে নিতে ফ্রী ভেটেরিনারি ক্যাম্পেইন, ভ্যাক্সিনেশন কার্যক্রম, কৃমিনাশক প্রোগ্ৰাম বাস্তবায়ন করা প্রয়োজন। আমাদের একনিষ্ঠ হয়ে কাজ করতে হবে।’
এছাড়াও তিনি আরও বলেন, এসোসিয়েশনকে এগিয়ে নিতে সবার সাহায্য ও সহযোগিতা প্রয়োজন।
পরিশেষে নতুন কমিটির নাম ঘোষণা করেন প্রফেসর ড. মোঃ আব্দুল মাসুম। নতুন কমিটির সভাপতি মোঃ সবুর আলী ও সাধারণ সম্পাদক রাজিন বিন রেজাউল মনোনীত হয়েছে।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন আবদুল্লাহ আল মামুন (ভেটেরিনারি সার্জন, নওগাঁ), রাজিন বিন রেজাউল ( প্রকল্প পরিচালক), মাহবুব আলম, (ডেপুটি ম্যানেজার, হবিগঞ্জ এগ্ৰো লিমিটেড প্রাণ গ্ৰুপ), মুনতাহা তাসনিম মৌ, সহকারী কমিশনার( প্রশাসন), শামীমা নাসরিন( প্রাণীসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা, এলডিডিপি), ও এসোসিয়েশনের সাধারণ সদস্যবৃন্দ।