হাবিবুল বারি হাবিব : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে । শনিবার ১৩ এপ্রিল ২০২৪ বিকেলে উপজেলার শ্যামপুর ইউনিয়ন উচ্চবিদ্যালয় মাঠে শ্যামপুর স্পোর্টিং ক্লাবের আয়োজনে ক্লাবের সভাপতি মো: রুহুল আমিন ডাক্তার এর সভাপতিত্বে ও শ্যামপুর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো: আব্দুল বাশির এর সঞ্চালনায় অনুষ্ঠিত ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য আলহাজ্ব প্রকৌশলী মো: ময়েজ উদ্দিন । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসন্ন শিবগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী ও সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মো: মহসিন আলী মিঞা, শ্যামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও শ্যামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো: আসাদুজ্জামান (ভোদন), শিবগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোসা: শিউলী বেগম, শ্যামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মো: রবিউল ইসলাম, সাবেক চেয়ারম্যান মো: খাইরুল ইসলাম, আসন্ন শিবগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোহা: নাজমুল আলম উজ্জ্বল । উল্লেখ্য, উক্ত টুর্নামেন্টে শিবগঞ্জ উপজেলার ১৬ টি দল অংশগ্রহণ করে এবং সর্বশেষ শ্যামপুর স্পোর্টিং ক্লাব ও চককীর্তি ফুটবল দল ফাইনাল খেলায় অংশগ্রহণ করে । আজ ফাইনাল খেলায় নির্ধারিত সময়ে গোলের সমতা হওয়ায় খেলাটি টাইব্রেকারে গড়ায় এবং টাইব্রেকারে শ্যামপুর স্পোর্টিং ক্লাবকে হারিয়ে চককীর্তী ফুটবল দল বিজয় লাভ করে । খেলা শেষে চ্যাম্পিয়ন দল ও রানার্স আপ দলকে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ । এসময় প্রধান অতিথির বক্তব্যে প্রকৌশলী মো: ময়েজ উদ্দিন বলেন, খেলাধুলা না থাকায় এলাকার যুবকরা মাদকাসক্ত হয়ে পড়ছে, ছেলেরা পড়া লেখার পাশাপাশি খেলাধূলায় ব্যস্ত থাকলে মাদকের ভয়াল থাবা থেকে বাঁচতে পারে । এসময় তিনি এই খেলার আয়োজকদের প্রতি আন্তরিক ধন্যবাদ জানান এবং সাধ্যমতো সার্বিক সহযোগীতার আশ্বাস দেন ।
শিবগঞ্জে শেখ হাসিনার জন্মবার্ষিকী উপলক্ষে ফুটবল টুর্নামেন্ট ও পুরস্কার বিতরণ
সংবাদ ক্যাটাগরি : খেলাধুলা || প্রকাশের তারিখ: 14 April 2024, সময় : 2:21 PM
আপনার মতামত দিন :