আজ বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫, ০৪:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
«» শিবগঞ্জের কালীগঞ্জ সীমান্তে উত্তেজনা, বিএসএফ এর দুঃখ প্রকাশ «» শিবগঞ্জে পরিষ্কার পরিচ্ছন্নতা কাজের উদ্বোধন করলেন ইউএনও «» দুর্লভপুর ইউনিয়নের টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ «» দুর্লভপুর ইউনিয়নের টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ «» শিবগঞ্জে শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত «» শান্তি নিবিড় পাঠাগার পরিদর্শন করলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস «» জাকের পার্টির বিশ্ব ইসলামি সম্মেলন উপলক্ষে শিবগঞ্জে কেন্দ্রীয় দাওয়াতি মিশন অনুষ্ঠিত «» শিবগঞ্জে ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালী, আলোচনা ও দোয়া অনুষ্ঠান «» চাঁপাইনবাবগঞ্জে ‘প্রতিদিনের চাঁপাই’ অনলাইন পত্রিকার শুভ উদ্বোধন «» শিবগঞ্জে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সাদিকুল ইসলামের ১০ হাজার কম্বল বিতরণ

আন্তর্জাতিক মাদকমুক্ত সম্মাননা পেলেন শিবগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী আরিফ উদ্দিন

হাবিবুল বারি হাবিব, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

“সুস্থ দেহ সুন্দর মন, মাদকমুক্ত সারাক্ষণ” এই স্লোগানকে সামনে রেখে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী ২৬ জুন আন্তর্জাতিক মাদকমুক্ত দিবস উপলক্ষে আন্তর্জাতিক মাদকমুক্ত সম্মাননা ২০২৪ পেয়েছেন চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো: আরিফ উদ্দিন । মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে বিশেষ অবদান রাখায় তাঁকে এই সম্মাননা প্রদান করা হয় । শুক্রবার (২৮ জুন ২০২৪) বিকেলে রাজশাহী নার্সিং কলেজ মিলনায়তনে নন্দন সাহিত্য একাডেমী বাংলাদেশ ও শিশু ফাউন্ডেশনের আয়োজনে সংগঠনটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ সাইদুর রহমান সাঈদ এর সভাপতিত্বে এবং রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদার এর উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে “মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ চাই” শীর্ষক আলোচনা সভায় এই সম্মাননা প্রদান করা হয় । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড: দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবির । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা প্রশাসক শামীম আহমেদ, নন্দন সাহিত্য একাডেমীর রাজশাহী মহানগর সভাপতি বীর মুক্তিযোদ্ধা লায়ন মোহাম্মদ আলী কামাল, রাজশাহী নার্সিং কলেজের অধ্যক্ষ ড: মো: ফয়েজুর রহমান, নন্দন সাহিত্য একাডেমীর ডেপুটি রেজিস্ট্রার লায়ন আলহাজ্ব মো: আবুল মালেক, প্যারামাউন্ট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ অধ্যাপক লুৎফেআরা রেহমান, একাডেমীর নির্বাহী পরিচালক মো: মোহসীন আলী ও নওগাঁ জেলার সভাপতি মো: শওকত আকবর । এসময় মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে বিশেষ অবদান রাখায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো: আরিফ উদ্দিন কে আন্তর্জাতিক মাদকমুক্ত সম্মাননা ২০২৪ প্রদান করা হয় । এসময় তাঁর হাতে সনদপত্র ও ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ । এর আগেও মানব ও সমাজ উন্নয়নের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় বিজয় কেতন সহ বিভিন্ন সম্মাননা পান তিনি । জানতে চাইলে সম্মাননা প্রাপ্ত মো: আরিফ উদ্দিন জানান, দীর্ঘদিন থেকেই মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠন সহ মানব উন্নয়নের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ভাবে ভূমিকা রেখে আসছি এবং সামনেও তা অব্যহত থাকবে ইনশাআল্লাহ । তবে মাঝে মাঝে এমন সম্মাননা এসব ভালো কাজের উৎসাহটা আরো বাড়িয়ে দেয় । আন্তর্জাতিক এই সম্মাননা পাওয়ায় তাকে অভিনন্দন জানায় এলাকাবাসী ।

আপনার মতামত দিন :
সংবাদটি শেয়ার করুন :