নিউজ ডেস্ক : সোমবার ১১ মে ২০২০ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের বাগবাড়ি গ্রামে ৫ টি পরিবারের বাড়ি পুড়ে ছাই হয়েছে । শিবগঞ্জ ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকাল ১০টার সময় বাগবাড়ি গ্রামের শাহজাহান হকের বাড়ি থেকে বৈদুত্যিক শটসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এই অগ্নিকাণ্ডে মানিক আইয়ুব শাজাহান সেলিম এর বাড়ি পুড়ে ধ্বংস হয়ে গেছে।
মোবারকপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড এর বাগবাড়ি গ্রামের প্রায় ৫ টি পরিবার এবং ১০ থেকে ১২ টি ঘর পুড়ে ধ্বংস হয়ে গেছে প্রায় ১২ থেকে ১৩ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এবং আইয়ুব নামের একজনের মাস্টার্স পর্যন্ত সমস্ত সার্টিফিকেট মার্কশিট পুড়ে ছাই হয়ে গিয়েছে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে শিবগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে প্রায় ১৩ লাখ টাকা র সম্পদ পুড়ে গেছে বলে এলাকাবাসী জানিয়েছেন ।