আজ শনিবার, ২৭ Jul ২০২৪, ০১:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
«» আন্তর্জাতিক মাদকমুক্ত সম্মাননা পেলেন শিবগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী আরিফ উদ্দিন «» নতুন প্রার্থী হিসেবে চমক দেখাতে চান মুসলিমা খাতুন নীতি «» প্রজাপতি প্রতীক পেয়েই ভোটের মাঠে মহিলা ভাইস-চেয়ারম্যান প্রার্থী শিউলী বেগম «» শিবগঞ্জে মহিলা ভাইস-চেয়ারম্যান পদে লড়ছেন নুরজাহান বেগম «» ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে ব্যাপক সাড়া পাচ্ছেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী গোলাম রাব্বানী «» শিবগঞ্জে মনোনয়ন জমা শেষ, চেয়ারম্যান ৬, ভাইস-চেয়ারম্যান ৭, মহিলা ভাইস-চেয়ারম্যান ৩ «» ভোটারদের উৎসাহেই নির্বাচনে এসেছি -ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী উজ্জ্বল «» ভোটারদের উৎসাহেই নির্বাচনে এসেছি -ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী উজ্জ্বল «» চাঁপাইনবাবগঞ্জ ভেটেরিনারি এসোসিয়েশনের উদ্যোগে ঈদ পূর্ণমিলনী «» শিবগঞ্জে শেখ হাসিনার জন্মবার্ষিকী উপলক্ষে ফুটবল টুর্নামেন্ট ও পুরস্কার বিতরণ

শিবগঞ্জে ৩ হাজার মানুষের পাশে দাঁড়ালো আ’লীগ নেতা এনামুল হক

নিজস্ব প্রতিবেদক : সম্প্রতি প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারনে বাংলাদেশ সহ পৃথিবীটাই যেন স্থবির হয়ে পড়েছে। কর্মহীন হয়ে পড়েছে বাংলাদেশেরও লক্ষ লক্ষ মানুষ। কর্মহীন এসব দুস্থ ও অসহায় মানুষের পাশে এসে দাঁড়াচ্ছে সরকার সহ দেশী-বিদেশী বিভিন্ন পর্যায়ের বিত্তশালী মানুষ ও প্রতিষ্ঠান।

তারই ধারাবাহিকতায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌর এলাকার ৩ হাজার ৪৫৫ জন কর্মহীন, অসহায় ও দরিদ্র মানুষের পাশে খাদ্যসামগ্রী নিয়ে দাঁড়িয়েছেন স্থানীয় আওয়ামীলীগ নেতা মো: এনামুল হক। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের শুরু থেকেই বিভিন্ন সময়ে পর্যায়ক্রমে তিনি এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন বলে জানা যায়। এছাড়াও বিভিন্ন জনসচেতনতা মূলক কর্মকান্ড সহ জনকল্যাণে শিবগঞ্জ পৌরসভার জনগনের পাশেই রয়েছেন তিনি। এর আগে এলাকার প্রায় ১ হাজার ৩ শত মানুষের মাঝে মাস্ক ও বিতরণ করেন আওয়ামীলীগের এই নেতা।

এ বিষয়ে আওয়ামীলীগ নেতা মো: এনামুল হক জানান, বর্তমানে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে সারা দেশের অসহায় ও খেটে খাওয়া মানুষ যেভাবে সমস্যায় পড়েছে, সরকারের পাশাপাশি বিত্তশালী ও সমাজেসেবী ব্যক্তিগণ যদি এই মুহুর্তে তাদের পাশে না দাঁড়ায়, তাহলে আমাদের দেশের অসংখ্য মানুষ না খেয়ে মরতে পারে। আমি একজন দলীয় নেতা হিসেবে নিজ দায়িত্ব থেকে আমার শিবগঞ্জ পৌর এলাকার অসহায় মানুষের পাশে সাধ্যমতো দাঁড়াতে চেষ্টা করেছি ও করব। ইত:পূর্বে আমি এলাকার জনগনের মাঝে মাস্ক বিতরণ সহ বিভিন্ন পর্যায়ে খাদ্যসামগ্রী নিয়ে ৩ হাজার ৪৫৫ জন কর্মহীন ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। আমার এই প্রচেষ্টা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। সেই সাথে অসহায়দের পাশে দাঁড়াতে অন্যান্য বিত্তবান ব্যক্তিদের আহবানও জানান তিনি।

আপনার মতামত দিন :
সংবাদটি শেয়ার করুন :