আজ বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ০১:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
«» শিবগঞ্জে আলহেরা মাদ্রাসা পরিদর্শন করলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা «» শিবগঞ্জে সাহাপাড়া আলহেরা জামিয়াতুল ইসলামীয়ার নূরানী ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন «» শিবগঞ্জে প্রজেক্টস ফর হিউম্যানিটি এর উদ্যোগে ৫৮ জনের কর্মসংস্থান «» শিবগঞ্জে সাহাপাড়া আলহেরা মাদরাসায় অভিভাবক সমাবেশ «» শিবগঞ্জ ফাজিল মাদরাসায় ৪ তলা বিশিষ্ট একাডেমিক ভবনের শুভ উদ্বোধন «» শিবগঞ্জ ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদরাসায় অভিভাবক ও সূধী সমাবেশ «» শিবগঞ্জে এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা «» ভ্যান হারিয়ে দিশেহারা জেন্টু মিয়াকে ভ্যান কিনে দিলেন ইউএনও «» শিবগঞ্জে নবনির্মিত কেন্দ্রীয় শহীদ মিনার উদ্বোধন «» শেষ বয়সে মসজিদে জমি দিতে বললো বোন,  নিজের নামে লিখে নিল ভাই, বৃদ্ধার আর্তনাদ

আবারো অসহায়দের পাশে কানসাটের যুবকরা -পৃথিবী সংবাদ

নিউজ ডেস্ক : সম্প্রতি প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারনে বাংলাদেশ সহ পৃথিবীটাই যেন স্থবির হয়ে পড়েছে। কর্মহীন হয়ে পড়েছে বাংলাদেশেরও লক্ষ লক্ষ মানুষ। কর্মহীন এসব দুস্থ ও অসহায় মানুষের পাশে এসে দাঁড়াচ্ছে সরকার সহ দেশী-বিদেশী বিভিন্ন পর্যায়ের বিত্তশালী মানুষ ও প্রতিষ্ঠান।

কিন্তু চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে কর্মহীন ও অসহায়দের পাশে সাধ্যমতো দাঁড়িয়েছে সাধারণ ছাত্র ও যুবকরা। কর্মহীন ও অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের পর ২৯ এপ্রিল ২০২০ বুধবার উপজেলার কানসাট শিবনারায়নপুর গ্রামের মো: ইসমাইল হোসেনের পরিচালনায় মো: ফুজুর আলী, আলিউল ইসলাম, কাওসার আলী, শহীদুজ্জামান, ইমরান আলী ও আসমাউল হকের সার্বিক সহযোগীতায় স্থানীয় বিভিন্ন চাকুরিজীবি, ব্যবসায়ী ও বিত্তবান ব্যক্তিবর্গ সহ গ্রামবাসীর সহযোগীতা নিয়ে এলাকার ৫৫ টি পরিবারের মাঝে উপহার হিসেবে রমজান ফুড প্যাক বিতরণ করা হয়েছে।

এর আগেও করোনা ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষার স্বার্থে বিভিন্ন সচেতনতা মূলক লিফলেট বিতরণ ও বিভিন্ন এলাকা এবং মসজিদ ও রাস্তা ঘাটে জীবাণুনাশক স্প্রে করা সহ কানসাট ও মোবারকপুর এলাকার দরিদ্র শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও সবজি বিতরণ করেছেন ইসমাইল হোসেন সহ এলাকার যুবকরা। নিজ উদ্যোগে এমন সমাজসেবা মূলক কাজের বিষয়ে জানতে চাইলে ইসমাইল হোসেন জানান, বর্তমানে আমরা করোনা ভাইরাসের সংক্রমণের মধ্যে রয়েছি। এই মুহুর্তে আমাদের সমাজের অসংখ্য মানুষ কর্মহীন হয়ে পড়েছে। সরকার সহ বিভিন্ন প্রতিষ্ঠান ও বিত্তশালী ব্যক্তিগণ এসব কর্মহীন ও অসহায়দের পাশে দাঁড়ালেও এমন অর্থশালী ব্যক্তি রয়েছেন যাঁরা অর্থ থাকলেও সময় ও সুযোগের অভাবে দরিদ্রদের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিতে পারছেননা। তাই আমরা স্থানীয় কয়েকজন বন্ধু মিলে নিজেদের সাধ্যমতো চেষ্টা করার পাশাপাশি স্থানীয় বিত্তবাণ ব্যক্তিদের সহযোগীতা নিয়ে অসহায়দের পাশে দাঁড়িয়েছি। ইত:পূর্বে করোনা সম্পর্কে সচেতনতা মূলক লিফলেট বিতরণ ও খাদ্য সামগ্রী বিতরণ সহ বিভিন্ন সামাজিক কাজে আমরা অংশ নিয়েছি, আমাদের এই ধারা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

আপনার মতামত দিন :
সংবাদটি শেয়ার করুন :