আজ বৃহস্পতিবার, ২৫ Jul ২০২৪, ০২:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
«» আন্তর্জাতিক মাদকমুক্ত সম্মাননা পেলেন শিবগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী আরিফ উদ্দিন «» নতুন প্রার্থী হিসেবে চমক দেখাতে চান মুসলিমা খাতুন নীতি «» প্রজাপতি প্রতীক পেয়েই ভোটের মাঠে মহিলা ভাইস-চেয়ারম্যান প্রার্থী শিউলী বেগম «» শিবগঞ্জে মহিলা ভাইস-চেয়ারম্যান পদে লড়ছেন নুরজাহান বেগম «» ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে ব্যাপক সাড়া পাচ্ছেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী গোলাম রাব্বানী «» শিবগঞ্জে মনোনয়ন জমা শেষ, চেয়ারম্যান ৬, ভাইস-চেয়ারম্যান ৭, মহিলা ভাইস-চেয়ারম্যান ৩ «» ভোটারদের উৎসাহেই নির্বাচনে এসেছি -ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী উজ্জ্বল «» ভোটারদের উৎসাহেই নির্বাচনে এসেছি -ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী উজ্জ্বল «» চাঁপাইনবাবগঞ্জ ভেটেরিনারি এসোসিয়েশনের উদ্যোগে ঈদ পূর্ণমিলনী «» শিবগঞ্জে শেখ হাসিনার জন্মবার্ষিকী উপলক্ষে ফুটবল টুর্নামেন্ট ও পুরস্কার বিতরণ

শিবগঞ্জে চালাবিহীন তরকারি বাজারে বিপাকে পড়ছে ক্রেতা-বিক্রেতারা

হাবিবুল বারি হাবিব : সম্প্রতি প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারনে বাংলাদেশ সহ পৃথিবীটাই যেন স্থবির হয়ে পড়েছে। থেমে গেছে বিভিন্ন পেশাজীবি মানুষের বিভিন্ন কার্যক্রম এবং পরিবর্তন হয়েছে কার্যপদ্ধতির। তারই ধারাবাহিকতায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ বাজারের তরকারি পট্টিতে সামাজিক দূরত্ব বজায় রাখার নিমিত্তে উপজেলা প্রশাসনের নির্দেশে ও শিবগঞ্জ পৌরসভার সহযোগীতায় সরিয়ে ফেলা হয়েছে উপরের চালাগুলো। কিন্তু সম্প্রতি প্রচন্ড রোদ ও মাঝে মাঝে বৃষ্টিপাতের ফলে সমস্যায় পড়েছে তরকারি বিক্রেতা ও ক্রেতারা। শিবগঞ্জ বাজারের সবজি বিক্রেতা বাবু ও সেলিম সহ আরো কয়েকজন বলেন, দীর্ঘদিন যাবৎ আমরা চালার নীচেই সবজি বিক্রি করে আসছিলাম, এখন চালা সরিয়ে ফেলার ফলে আমাদেরকে অনেক কষ্ট করে সূর্যের তাপে বসে থাকতে হচ্ছে এবং ক্রেতারাও সমস্যাই পড়ছেন। আবার কাঁচা ও ভেজা সবজির উপরে যখন রোদের তাপ পড়ছে তখন তা শুকিয়ে ও পচে যাচ্ছে। সেই সাথে এখন হঠাৎ বৃষ্টি শুরু হলেই আমরা খোলা আকাশের নীচে শাক-সবজি নিয়ে বিপাকে পড়ছি। প্লাষ্টিক দিয়ে আমরা যদি চালা দেয়ার সুযোগ পেতাম তাহলে খুব ভালো হতো।

বাজারে বিক্রেতাদের এমন সমস্যা সমাধানের কোন সুযোগ আছে কিনা তা জানতে চাইলে শিবগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র আব্দুস সালাম পৃথিবী সংবাদ কে বলেন, তাদের এমন কষ্ট দেখে আমাদেরও কষ্ট হয়, কিন্তু যেহেতু উপজেলা প্রশাসন প্রয়োজনের তাগিদে চালাগুলো সরিয়ে দিয়েছেন, সেহেতু বিষয়টি প্রশাসনই দেখবেন।

এ বিষয়ে জানতে চাইলে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: শিমুল আকতার বলেন, শিবগঞ্জ পৌরসভার মেয়রের সাথে সমন্বয় করে আমরা বিষয়টি দেখবো।

আপনার মতামত দিন :
সংবাদটি শেয়ার করুন :