আজ সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০৪:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
«» শিবগঞ্জে বিএনপি নেতা বেলাল-ই-বাকি ইদ্রিশীর আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত «» শিবগঞ্জে জামায়াতে ইসলামীর আয়োজনে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল «» সোনামসজিদ স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের শপথ গ্রহন অনুষ্ঠিত «» জাতাহারা ও ডোবার মোড় বণিক সমিতির নির্বাচনে প্রার্থী হিসেবে এগিয়ে মীম ওবায়দুল্লাহ্ «» শিবগঞ্জে পেশাজীবী ফোরামের আয়োজনে প্রীতিভোজ ও শিক্ষাশিবির অনুষ্ঠিত «» শিবগঞ্জে ছাত্রশিবিরের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী «» নাচোলে দ্বৈত ব্যান্ডমিন্টন টুর্নামেন্টর ফাইনাল খেলা অনুষ্ঠিত «» শিবগঞ্জে অন্যের জমি দখল করে ফসল বপণের অভিযোগ «» শিবগঞ্জে অবৈধভাবে মাটি কাটায় ১ লক্ষ টাকা জরিমানা, এক্সকেভেটর জব্দ «» শিবগঞ্জের কালীগঞ্জ সীমান্তে উত্তেজনা, বিএসএফ এর দুঃখ প্রকাশ

শিবগঞ্জে চালাবিহীন তরকারি বাজারে বিপাকে পড়ছে ক্রেতা-বিক্রেতারা

হাবিবুল বারি হাবিব : সম্প্রতি প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারনে বাংলাদেশ সহ পৃথিবীটাই যেন স্থবির হয়ে পড়েছে। থেমে গেছে বিভিন্ন পেশাজীবি মানুষের বিভিন্ন কার্যক্রম এবং পরিবর্তন হয়েছে কার্যপদ্ধতির। তারই ধারাবাহিকতায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ বাজারের তরকারি পট্টিতে সামাজিক দূরত্ব বজায় রাখার নিমিত্তে উপজেলা প্রশাসনের নির্দেশে ও শিবগঞ্জ পৌরসভার সহযোগীতায় সরিয়ে ফেলা হয়েছে উপরের চালাগুলো। কিন্তু সম্প্রতি প্রচন্ড রোদ ও মাঝে মাঝে বৃষ্টিপাতের ফলে সমস্যায় পড়েছে তরকারি বিক্রেতা ও ক্রেতারা। শিবগঞ্জ বাজারের সবজি বিক্রেতা বাবু ও সেলিম সহ আরো কয়েকজন বলেন, দীর্ঘদিন যাবৎ আমরা চালার নীচেই সবজি বিক্রি করে আসছিলাম, এখন চালা সরিয়ে ফেলার ফলে আমাদেরকে অনেক কষ্ট করে সূর্যের তাপে বসে থাকতে হচ্ছে এবং ক্রেতারাও সমস্যাই পড়ছেন। আবার কাঁচা ও ভেজা সবজির উপরে যখন রোদের তাপ পড়ছে তখন তা শুকিয়ে ও পচে যাচ্ছে। সেই সাথে এখন হঠাৎ বৃষ্টি শুরু হলেই আমরা খোলা আকাশের নীচে শাক-সবজি নিয়ে বিপাকে পড়ছি। প্লাষ্টিক দিয়ে আমরা যদি চালা দেয়ার সুযোগ পেতাম তাহলে খুব ভালো হতো।

বাজারে বিক্রেতাদের এমন সমস্যা সমাধানের কোন সুযোগ আছে কিনা তা জানতে চাইলে শিবগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র আব্দুস সালাম পৃথিবী সংবাদ কে বলেন, তাদের এমন কষ্ট দেখে আমাদেরও কষ্ট হয়, কিন্তু যেহেতু উপজেলা প্রশাসন প্রয়োজনের তাগিদে চালাগুলো সরিয়ে দিয়েছেন, সেহেতু বিষয়টি প্রশাসনই দেখবেন।

এ বিষয়ে জানতে চাইলে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: শিমুল আকতার বলেন, শিবগঞ্জ পৌরসভার মেয়রের সাথে সমন্বয় করে আমরা বিষয়টি দেখবো।

আপনার মতামত দিন :
সংবাদটি শেয়ার করুন :