আজ সোমবার, ২৩ Jun ২০২৫, ০৯:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
«» বোতল হাতে ছবি ভাইরাল, কৃত্রিম ছবি বলে চেয়ারম্যানের প্রতিবাদ «» সোনামসজিদ স্থলবন্দর ট্রাক পার্কিং এ চাঁদাবাজির প্রতিবাদে সাংবাদিক সম্মেলন «» শিবগঞ্জে আলহেরা মাদরাসায় হাফিজা সংবর্ধনা অনুষ্ঠান «» শিবগঞ্জে পূর্ব শত্রুতার জেরে গভীর রাতে বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট «» শিবগঞ্জের নির্মাণাধীন বেইলী ব্রীজ পরিদর্শন করেছেন ড. মাওলানা কেরামত আলী «» ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে শিবিরের বিশাল গণজমায়েত «» শিবগঞ্জে বৃক্ষ প্রেমিক কার্তিক প্রামানিক ও শান্তি নিবিড় পাঠাগারের যৌথ বৃক্ষরোপন «» “শিবগঞ্জে মসজিদ নির্মাণে বাধা ও কোটি টাকা আত্নসাৎ” শীর্ষক শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ «» শিবগঞ্জে বিএনপি নেতা বেলাল-ই-বাকি ইদ্রিশীর আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত «» শিবগঞ্জে জামায়াতে ইসলামীর আয়োজনে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল

গোমস্তাপুরে ভোক্তা অধিকারের বাজার তদারকিমূলক অভিযান

ডেস্ক রিপোর্ট : সোমবার ২৭ এপ্রিল চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুরে বাজার তদারকিমূলক অভিযান পরিচালনা করা হয়েছে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশনায় ও পরিচালক (প্রশাসন ও অর্থ) এর তত্ত্বাবধানে চাঁপাইনবাবগঞ্জ জেলার সহকারী পরিচালক মো. জহিরুল ইসলামের নেতৃত্বে অভিযানটি পরিচালনা করা হয়।

জেলার সহকারী পরিচালক জহিরুল ইসলাম জানান, রহনপুর স্টেশন বাজারের মুদি দোকানগুলোতে কোন মূল্য তালিকা নেই এবং মূল্যের অসামঞ্জস্যতা লক্ষ করা গেছে। এ ছাড়াও সব দোকানেই চাল, ডাল, পেঁয়াজ, রসুন, আদা ইত্যাদি নিত্য প্রয়োজনীয় পণ্যের ক্রয় ভাউচার নেই। তিনি আরো জানান, এসব কারণে মূল্যে কারসাজি করার সুযোগ থেকে যায়। যার ফলে দোকান মালিকগণ একই পণ্যে ভিন্নভিন্ন মূল্যে ক্রেতাদের কাছে বিক্রি করেন।

অভিযানে এসব নিয়ম না মানার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভাই ভাই স্টোর, ভাই ভাই-২ ও রিপন স্টোরকে ২ হাজার টাকা করে ৬ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। এ ছাড়াও অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য প্রক্রিয়াজাত করণের অপরাধে রফিকুল স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। মোট ১১ হাজার টাকা।

জহিরুল ইসলাম আরো জানান, এ সময় বিভিন্ন প্রতিষ্ঠান মালিকদের সামাজিক দূরত্ব বজায় রাখা, সঠিক মূল্যে পণ্য বিক্রি করা ও মূল্য তালিকা প্রদর্শন করার বিষয়েও সচেতন করা হয়।

অভিযানে জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. কোবাদ আলী ও রহনপুর পুলিশ ফাঁড়ির একটি টিম উপস্থিত ছিলেন। জেলায় ভোক্তা অধিকারের বাজার তদারকিমূলক অভিযান অব্যাহত থাকবে বলেও জানান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ জেলার সহকারী পরিচালক মো. জহিরুল ইসলাম।

আপনার মতামত দিন :
সংবাদটি শেয়ার করুন :