আজ রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ১০:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
«» আন্তর্জাতিক মানবাধিকার দিবসে রাজশাহীতে বিএনপির মানববন্ধন, গ্রেপ্তার ৫ «» শিবগঞ্জ থানায় ওসিদের বিদায় ও বরণ «» ওয়ার্ল্ড স্পোর্টস স্টার অ্যাওয়ার্ড পেলেন শিবগঞ্জের মেয়ে রোকেয়া «» চাঁপাইনবাবগঞ্জে দলীয় নেতাকর্মীদের সাথে নৌকার প্রার্থীর মতবিনিময় সভা «» দেশের সকল থানার ওসি কে বদলি করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন «» শিবগঞ্জে আলহেরা মাদ্রাসা পরিদর্শন করলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা «» শিবগঞ্জে সাহাপাড়া আলহেরা জামিয়াতুল ইসলামীয়ার নূরানী ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন «» শিবগঞ্জে প্রজেক্টস ফর হিউম্যানিটি এর উদ্যোগে ৫৮ জনের কর্মসংস্থান «» শিবগঞ্জে সাহাপাড়া আলহেরা মাদরাসায় অভিভাবক সমাবেশ «» শিবগঞ্জ ফাজিল মাদরাসায় ৪ তলা বিশিষ্ট একাডেমিক ভবনের শুভ উদ্বোধন

গোমস্তাপুরে ভোক্তা অধিকারের বাজার তদারকিমূলক অভিযান

ডেস্ক রিপোর্ট : সোমবার ২৭ এপ্রিল চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুরে বাজার তদারকিমূলক অভিযান পরিচালনা করা হয়েছে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশনায় ও পরিচালক (প্রশাসন ও অর্থ) এর তত্ত্বাবধানে চাঁপাইনবাবগঞ্জ জেলার সহকারী পরিচালক মো. জহিরুল ইসলামের নেতৃত্বে অভিযানটি পরিচালনা করা হয়।

জেলার সহকারী পরিচালক জহিরুল ইসলাম জানান, রহনপুর স্টেশন বাজারের মুদি দোকানগুলোতে কোন মূল্য তালিকা নেই এবং মূল্যের অসামঞ্জস্যতা লক্ষ করা গেছে। এ ছাড়াও সব দোকানেই চাল, ডাল, পেঁয়াজ, রসুন, আদা ইত্যাদি নিত্য প্রয়োজনীয় পণ্যের ক্রয় ভাউচার নেই। তিনি আরো জানান, এসব কারণে মূল্যে কারসাজি করার সুযোগ থেকে যায়। যার ফলে দোকান মালিকগণ একই পণ্যে ভিন্নভিন্ন মূল্যে ক্রেতাদের কাছে বিক্রি করেন।

অভিযানে এসব নিয়ম না মানার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভাই ভাই স্টোর, ভাই ভাই-২ ও রিপন স্টোরকে ২ হাজার টাকা করে ৬ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। এ ছাড়াও অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য প্রক্রিয়াজাত করণের অপরাধে রফিকুল স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। মোট ১১ হাজার টাকা।

জহিরুল ইসলাম আরো জানান, এ সময় বিভিন্ন প্রতিষ্ঠান মালিকদের সামাজিক দূরত্ব বজায় রাখা, সঠিক মূল্যে পণ্য বিক্রি করা ও মূল্য তালিকা প্রদর্শন করার বিষয়েও সচেতন করা হয়।

অভিযানে জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. কোবাদ আলী ও রহনপুর পুলিশ ফাঁড়ির একটি টিম উপস্থিত ছিলেন। জেলায় ভোক্তা অধিকারের বাজার তদারকিমূলক অভিযান অব্যাহত থাকবে বলেও জানান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ জেলার সহকারী পরিচালক মো. জহিরুল ইসলাম।

আপনার মতামত দিন :
সংবাদটি শেয়ার করুন :