আজ শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৩:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
«» চাঁপাইনবাবগঞ্জে দুই আইজিপি বেনজির-শহীদুলের বিরুদ্ধে মামলার আবেদন «» রাধাকান্তপুর ফাজিল মাদরাসার অধ্যক্ষের বিচার দাবীতে শিক্ষার্থীদের মানববন্ধন «» শিবগঞ্জে অবৈধ ও পরিবেশ নষ্টকারী ইটভাটা অপসারণে শিক্ষার্থীদের মানববন্ধন «» শিবগঞ্জে সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের মতবিনিময় «» সোনামসজিদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ ও আহতদের স্মরণে র‍্যালি ও শোকসভা «» শিবগঞ্জে ডাকাত সন্দেহে ১ ব্যক্তিকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা «» আন্তর্জাতিক মাদকমুক্ত সম্মাননা পেলেন শিবগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী আরিফ উদ্দিন «» নতুন প্রার্থী হিসেবে চমক দেখাতে চান মুসলিমা খাতুন নীতি «» প্রজাপতি প্রতীক পেয়েই ভোটের মাঠে মহিলা ভাইস-চেয়ারম্যান প্রার্থী শিউলী বেগম «» শিবগঞ্জে মহিলা ভাইস-চেয়ারম্যান পদে লড়ছেন নুরজাহান বেগম

গোমস্তাপুরে ভোক্তা অধিকারের বাজার তদারকিমূলক অভিযান

ডেস্ক রিপোর্ট : সোমবার ২৭ এপ্রিল চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুরে বাজার তদারকিমূলক অভিযান পরিচালনা করা হয়েছে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশনায় ও পরিচালক (প্রশাসন ও অর্থ) এর তত্ত্বাবধানে চাঁপাইনবাবগঞ্জ জেলার সহকারী পরিচালক মো. জহিরুল ইসলামের নেতৃত্বে অভিযানটি পরিচালনা করা হয়।

জেলার সহকারী পরিচালক জহিরুল ইসলাম জানান, রহনপুর স্টেশন বাজারের মুদি দোকানগুলোতে কোন মূল্য তালিকা নেই এবং মূল্যের অসামঞ্জস্যতা লক্ষ করা গেছে। এ ছাড়াও সব দোকানেই চাল, ডাল, পেঁয়াজ, রসুন, আদা ইত্যাদি নিত্য প্রয়োজনীয় পণ্যের ক্রয় ভাউচার নেই। তিনি আরো জানান, এসব কারণে মূল্যে কারসাজি করার সুযোগ থেকে যায়। যার ফলে দোকান মালিকগণ একই পণ্যে ভিন্নভিন্ন মূল্যে ক্রেতাদের কাছে বিক্রি করেন।

অভিযানে এসব নিয়ম না মানার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভাই ভাই স্টোর, ভাই ভাই-২ ও রিপন স্টোরকে ২ হাজার টাকা করে ৬ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। এ ছাড়াও অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য প্রক্রিয়াজাত করণের অপরাধে রফিকুল স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। মোট ১১ হাজার টাকা।

জহিরুল ইসলাম আরো জানান, এ সময় বিভিন্ন প্রতিষ্ঠান মালিকদের সামাজিক দূরত্ব বজায় রাখা, সঠিক মূল্যে পণ্য বিক্রি করা ও মূল্য তালিকা প্রদর্শন করার বিষয়েও সচেতন করা হয়।

অভিযানে জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. কোবাদ আলী ও রহনপুর পুলিশ ফাঁড়ির একটি টিম উপস্থিত ছিলেন। জেলায় ভোক্তা অধিকারের বাজার তদারকিমূলক অভিযান অব্যাহত থাকবে বলেও জানান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ জেলার সহকারী পরিচালক মো. জহিরুল ইসলাম।

আপনার মতামত দিন :
সংবাদটি শেয়ার করুন :