আজ রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ০৮:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
«» শিবগঞ্জ থানায় ওসিদের বিদায় ও বরণ «» ওয়ার্ল্ড স্পোর্টস স্টার অ্যাওয়ার্ড পেলেন শিবগঞ্জের মেয়ে রোকেয়া «» চাঁপাইনবাবগঞ্জে দলীয় নেতাকর্মীদের সাথে নৌকার প্রার্থীর মতবিনিময় সভা «» দেশের সকল থানার ওসি কে বদলি করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন «» শিবগঞ্জে আলহেরা মাদ্রাসা পরিদর্শন করলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা «» শিবগঞ্জে সাহাপাড়া আলহেরা জামিয়াতুল ইসলামীয়ার নূরানী ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন «» শিবগঞ্জে প্রজেক্টস ফর হিউম্যানিটি এর উদ্যোগে ৫৮ জনের কর্মসংস্থান «» শিবগঞ্জে সাহাপাড়া আলহেরা মাদরাসায় অভিভাবক সমাবেশ «» শিবগঞ্জ ফাজিল মাদরাসায় ৪ তলা বিশিষ্ট একাডেমিক ভবনের শুভ উদ্বোধন «» শিবগঞ্জ ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদরাসায় অভিভাবক ও সূধী সমাবেশ

শিবগঞ্জে পেঁয়াজ-রসুনের বাজারে ভীড় এড়াতে সচেতন করছে বিসর্গ ফোরাম

ডেস্ক রিপোর্ট : সম্প্রতি প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারনে বাংলাদেশ সহ পৃথিবীটাই যেন স্থবির হয়ে পড়েছে। কর্মহীন হয়ে পড়েছে বাংলাদেশেরও লক্ষ লক্ষ মানুষ। এর মাঝেও চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সপ্তাহে ২ দিন চলছে পেঁয়াজ রসুনের বাজার। এর আগে শিবগঞ্জ বাজার পেঁঢাজ পট্টিতে এই বাজার চললেও করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারনে সামাজিক ও নিরাপদ দূরত্ব বজায় রাখতে উপজেলা প্রশাসনের সহযোগীতায় শিবগঞ্জ পৌরসভার মেয়র তা স্থানান্তর করেছেন শিবগঞ্জ উপজেলা স্টেডিয়ামে। কিন্তু সেখানে পর্যাপ্ত জায়গা থাকলেও ক্রেতা ও বিক্রেতাদের সচেতনতার অভাবে মোটেও বজায় থাকেনি সামাজিক দূরত্ব। জনসচেতনতার ঘাটতির কারনে যখন শিবগঞ্জ স্টেডিয়ামেও পেঁয়াজ রসুনের বাজার বন্ধ করে দেয়ার উপক্রম ঠিক তখনই ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বাজার শুরু থেকে শেষ পর্যন্ত অবিরত কাজ করে যাচ্ছে স্থানীয় চিকিৎসক আব্দুল লতিব এর সহযোগীতায় বিসর্গ ফোরাম নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। অবিরতভাবে তারা সকাল ৫ টায় বাজার শুরু হওয়া থেকে প্রায় ১০ টায় শেষ হওয়া পর্যন্ত মাইকিং করে বার বার করোনা ভাইরাসের ঝুঁকি, তা থেকে রক্ষায় সামাজিক দূরত্বের গুরুত্ব এবং সার্বিক সচেতনতা সৃষ্টির বিষয়ে তাগিদ দিয়েই যাচ্ছেন। ফলে ক্রেতা-বিক্রেতারা সামাজিক দূরত্বের বিষয়ে সচেতন হচ্ছে।

এ বিষয়ে শিবগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র আব্দুস সালাম জানান, বিসর্গ ফোরাম নামের সংগঠনটির এই প্রচেষ্টা অনেকটাই প্রশংসনীয়। আমরা বাজারে জনসচেতনতা সৃষ্টিতে যা করতে পারিনি সেটি তারা করেছে। তাদের অবিরত প্রচেষ্টার ফলে পেঁয়াজ রসুনের বাজারে ভীড় অনেকটাই কমে এসেছে।

এর আগেও এমন জনসচেতনতা সৃষ্টিতে বাজারের প্রবেশপথে সাবান দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা এবং সামাজিক দূরত্ব বজায় রেখে চুন দিয়ে বিক্রেতাদের অবস্থান নিশ্চিতে কাজ করেছেন বলে জানান ডা: অব্দুল লতিব।

আপনার মতামত দিন :
সংবাদটি শেয়ার করুন :