ডেস্ক রিপোর্ট : সম্প্রতি প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারনে বাংলাদেশ সহ পৃথিবীটাই যেন স্থবির হয়ে পড়েছে। কর্মহীন হয়ে পড়েছে বাংলাদেশেরও লক্ষ লক্ষ মানুষ। কর্মহীন এসব দুস্থ ও অসহায় মানুষের পাশে এসে দাঁড়াচ্ছে সরকার সহ দেশী-বিদেশী বিভিন্ন পর্যায়ের বিত্তশালী মানুষ ও প্রতিষ্ঠান। তারই ধারাবাহিকতায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বড়ভাই, ছোটভাই ও বন্ধু মহল নামের একটি সংঘ শনিবার ২৫ এপ্রিল বিভিন্ন এলাকার কর্মহীন ও অসহায় অন্তত ১ হাজার ৭ টি পরিবারের মাঝে শাকসবজি বিতরণ করেছে । এসব শাকসবজির মধ্যে ছিল, পুঁইশাক, করোলা, মিষ্টিকুমড়া, টমেটো ও লাউ । শাকসবজি বিতরণের সার্বিক সহযোগীতায় ছিলেন শিবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম ।
এর আগেও বিভিন্ন সময়ে এলাকার দরিদ্রদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে সংগঠনটি ।