হাবিবুল বারি হাবিব : সম্প্রতি প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারনে বাংলাদেশ সহ পৃথিবীটাই যেন স্থবির হয়ে পড়েছে। কর্মহীন হয়ে পড়েছে বাংলাদেশেরও লক্ষ লক্ষ মানুষ। কর্মহীন এসব দুস্থ ও অসহায় মানুষের পাশে এসে দাঁড়াচ্ছে সরকার সহ দেশী-বিদেশী বিভিন্ন পর্যায়ের বিত্তশালী মানুষ ও প্রতিষ্ঠান। তারই ধারাবাহিকতায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের কৃতি সন্তান, মনাকষা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমান সুইডেন শাখা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বাবুল কাওসার এর পক্ষ থেকে মনাকষা এলাকার ১০৭ টি কর্মহীন অসহায় ও দুস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার ২৫ এপ্রিল ২০২০ এসব খাদ্য সামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন বাবুল কাওসারের পিতা মো: একরামুল হক এবং মনাকষা ইউনিয়ন ছাত্রলীগের সহ সভাপতি মো: কাওসার আলী সুজন।
এসময় সুইডেন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বাবুল কাওসার এর পক্ষ থেকে মো: কাওসার আলী সুজন বলেন, এলাকার সন্তান হিসেবে বাবুল কাওসার ভাই অল্প পরিসরে হলেও এলাকার কর্মহীন ও দুস্থদের খাদ্য সহযোগীতায় এগিয়ে এসেছেন, ভবিষ্যৎে এমন কার্যক্রম চলমান থাকবে ইনশাআল্লাহ।