হাবিবুল বারি হাবিব : শুরু হলো পবিত্র মাহে রমযান । আজ ২৪ এপ্রিল দেশের পশ্চিমাকাশে দেখা দিয়েছে পবিত্র রমযান মাসের চাঁদ । আবার সম্প্রতি করোনা ভাইরাসের ভয়াবহ সংক্রমণে বাংলাদেশ সহ সারা পৃথিবীই যেন স্থবির । কর্মহীন হয়ে পড়েছে দেশের লক্ষ লক্ষ মানুষ । ঠিক খেটে খাওয়া মানুষের এমন ক্রান্তিলগ্নে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দাদনচক এলাকার কিছু যুবক এগিয়ে এসেছে তাদের পাশে দাঁড়াতে । রমযানে অসহায় দরিদ্র মানুষের কষ্ট কমাতে ইফতার সামগ্রী নিয়ে পৌঁচেছে তাদের দোরগোড়াই ।
শুক্রবার ২৪ এপ্রিল উপজেলার দুর্লভপুর ও মনাকষা ইউনিয়নের কয়েকটি অঞ্চলের অন্তত ৪০ টি পরিবারে ইফতার সামগ্রী পৌঁছে দেন তারা । এসময় উপস্থিত ছিলেন মাহবুব আলম জিসান, মেহেদী হাসান, কাওসার হোসাঈন, নাজমুল ইসলাম, মোমিন আলী ও মাসুদ রানা প্রমুখ ।
মাহবুব আলম জিসান বলেন, রমযানের শুরুতেই আমরা কয়েকজন বন্ধু মিলে কয়েকজন ব্যক্তির সহযোগীতায় ৪০ টি দরিদ্র পরিবারে ইফতার সামগ্রী পৌঁছে দিয়েছি, আমাদের এই ধারা অব্যাহত থাকবে । এর আগে আনিন নাঈম এর উদ্যোগে তারা করোনার সংক্রমণে কর্মহীন ৭৫ টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন বলেও জানান তিনি । সেই সাথে কর্মহীন ও অসহায়দের সহযোগীতায় স্থানীয় বিত্তবান ও সম্পদশালীদের এগিয়ে আসার আহবানও জানিয়েছেন মাহবুব আলম জিসান ।