দেশের ক্রান্তিলগ্নে আর্ত মানবতার সেবায় সব সময় এগিয়ে এসেছে ৩১ তম বিসিএস গণপূর্ত ফোরাম।তারই ধারাবাহিতায় করোনা ভাইরাসের ভয়াবহ ছোবলের শিকার সমাজের দুস্থ মানুষের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে গণপূর্ত অধিদপ্তরের মেধাবী প্রকৌশলীবৃন্দ । চাঁপাইনবাবগঞ্জের কৃতি সন্তান মেধাবী প্রকৌশলী মো: হারুন অর রশিদ ভাইয়ের এর টিম চাঁপাইনবাবগঞ্জ জেলাতে ১০০টি খাদ্যের পাকেট তুলেদেন দারিদ্র্য, অস্চল পরিবারের মাঝে, ৩১ তম বিসিএস গণপূর্ত ফোরামের শুভেচ্ছা উপহারের ক্ষুদ্য অংশিদারিত্ব হিসেবে আমার পৌর এলাকায় ৮ শ্রেণীর ৮ টি পরিবারে শুভেচ্ছা উপহার পৌছে দিতে পেরে আমি আমার পথচলার শক্তি পেয়েছি। ৮ টি শ্রেণীর মানুষ যারা, ঈমাম, ভিক্ষুক,কাজের বুয়া, নাপিত, রাজমিস্তি, কাঠমিস্তি, সবজি বিত্রেতা, অটোচালক সকলে সামাজিক দূরত্ব বজায় রাখি বাসায় থাকি, বার বার সাবান দিয়ে হাত ধৌত করি সেইসাথে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ করেন ।
জেলার ৪০০ দুস্থ পরিবারকে ৩১তম বিসিএস গণপূর্ত ফোরামের শুভেচ্ছা উপহার
সংবাদ ক্যাটাগরি : স্বেচ্ছাসেবী সংবাদ || প্রকাশের তারিখ: 23 April 2020, সময় : 6:52 PM

আপনার মতামত দিন :