ডেস্ক রিপোর্ট : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পাঁকা ইউনিয়নের ৯ টি ওয়ার্ডের মোট ৮৬০ টি দরিদ্র পরিবারের মাঝে ১০ কেজি করে ত্রাণের চাল বিতরণ করা হয়েছে । এর মধ্যে আজ শনিবার ১৮ এপ্রিল ২০২০ সকালে পাঁকা ইউনিয়নের ৯ টি ওয়ার্ডের ১৫০ টি পরিবারের হাতে ১০ কেজি করে চাল তুলে দেন ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান মো: দুরুল ইসলাম । এসময় পাঁকা ইউনিয়নে নিয়োজিত ট্যাগ অফিসার উপজেলা সমাজেসেবা কর্মকর্তা শ্রী কাঞ্চন কুমার দাস এবং উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু আহমদ নজমুল কবির মুক্তা উপস্থিত ছিলেন ।
ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান মো: দুরুল ইসলাম বলেন, আমরা প্রথম ধাপে ৫ কেজি এবং পরবর্তী ২ ধাপে ১০ কেজি করে মোট ৩ টি ধাপে ৮৬০ টি পরিবারের মাঝে চাল বিতরণ করেছি। পরবর্তীতে বরাদ্দ পেলেই আমরা ক্রমান্বয়ে তা পৌঁছে দিব দরিদ্রদের হাতে।