ডেস্ক রিপোর্ট : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুরে পুলিশ পরিবারের উদ্যোগে অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে প্রাণঘাতী করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় মানবিক সহায়তা জরুরী খাদ্যশষ্য বিতরণ করা হয়েছে । এসময় বিনোদপুর ইউনিয়নের ১৫০ টি পরিবারের মাঝে চাল, ডাল, তেল, লবণ, পেঁয়াজ ও আলু সহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হয় । এডিসি, সিটিটিসি ঢাকার পুলিশ পরিবারের সদস্য মো: তৌহিদুল ইসলামের পৃষ্ঠপোষকতায় ও বিনোদপুর ইউনিয়ন শাখা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি মো: জাহিদ হাসান (মাসুম)’র সহযোগিতায় শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত করোনা সংক্রমণে সামাজিক দূরত্ব বজায় রেখে ২ শতাধিক গরীব দুঃখী অসহায় পরিবারের মাঝে ত্রাণ-সাহায্য বিতরণ করা হয়।
ত্রাণ-সাহায্য বিতরণকালে উপস্থিত ছিলেন, মতিহার থানার এসআই মো: ইমরান হোসেন, কনস্টেবল মো: ওবাইদুর রহমান, মো: ইসরাফিল হোসেন, রাজশাহীর আর.এম.পি বেতারের সফিকুল ইসলাম বাচ্চু, কনস্টেবল ফারুক হোসেন, স্থানীয় কৃষকলীগ নেতা আক্কাস আলী, উপজেলা ছাত্রলীগ নেতা আব্দুল কাদিরসহ অন্যরা।