আজ শনিবার, ২৭ Jul ২০২৪, ১০:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
«» আন্তর্জাতিক মাদকমুক্ত সম্মাননা পেলেন শিবগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী আরিফ উদ্দিন «» নতুন প্রার্থী হিসেবে চমক দেখাতে চান মুসলিমা খাতুন নীতি «» প্রজাপতি প্রতীক পেয়েই ভোটের মাঠে মহিলা ভাইস-চেয়ারম্যান প্রার্থী শিউলী বেগম «» শিবগঞ্জে মহিলা ভাইস-চেয়ারম্যান পদে লড়ছেন নুরজাহান বেগম «» ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে ব্যাপক সাড়া পাচ্ছেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী গোলাম রাব্বানী «» শিবগঞ্জে মনোনয়ন জমা শেষ, চেয়ারম্যান ৬, ভাইস-চেয়ারম্যান ৭, মহিলা ভাইস-চেয়ারম্যান ৩ «» ভোটারদের উৎসাহেই নির্বাচনে এসেছি -ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী উজ্জ্বল «» ভোটারদের উৎসাহেই নির্বাচনে এসেছি -ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী উজ্জ্বল «» চাঁপাইনবাবগঞ্জ ভেটেরিনারি এসোসিয়েশনের উদ্যোগে ঈদ পূর্ণমিলনী «» শিবগঞ্জে শেখ হাসিনার জন্মবার্ষিকী উপলক্ষে ফুটবল টুর্নামেন্ট ও পুরস্কার বিতরণ

সাংবাদিকদের জন্য প্রধানমন্ত্রীর কাছে অনুদানের দাবী জানিয়েছে সাংবাদিক অপু

করোনা মহাসংকটকালীন লকডাউনের সময় মানবেতর জীবন যাপন করছেন তৃনমুলে কর্মরত অনেক পেশাদার সাংবাদিক। সারাদেশে নিন্ম আয়ের মানুষদের পাশে সরকারসহ অনেকেই থাকলেও তৃনমুল সাংবাদিকদের পাশে কেউ নাই। এদের পরিবারের স্বাভাবিক জীবন যাত্রার জন্য মাননীয় প্রধান মন্ত্রীর কাছে অনুদান দাবী করেছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ‘র কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য সাংবাদিক ফয়সাল আজম অপু।

এক বিবৃতিতে তিনি বলেন, সারাদেশে প্রায় ২০ হাজার তৃনমুল সাংবাদিক বিভিন্ন গণমাধ্যমে কাজ করে। এদের বেশীর ভাগ সাংবাদিকরাই বেতন পায় না। এ দুঃসময়ে কেউ তাদের পাশেও দাড়ায়নি। চক্ষু লজ্জায় তারা কাউকে কিছু বলতেও পারেনি। অতি সম্প্রতি দুটি সাংবাদিক সংগঠন মাননীয় তথ্য মন্ত্রীর সাথে মিটিং করে ২০ কোটি টাকা গণমাধ্যমে প্রনোদনা দেয়ার প্রস্তাব করলেও সেটা বাস্তবায়নের কোন রুপ রেখা প্রকাশ করা হয়নি।

“বিএমএসএফ” মনে করে মাননীয় প্রধানমন্ত্রী তৃনমুল সাংবাদিকদের জন্য প্রয়োজনীয় অনুদান বরাদ্দ করে তা বাংলাদেশ প্রেস কাউন্সিলের মাধ্যমে বিতরণ করলে সুসম বন্টন হবে। “বিএমএসএফ” মনে করে মাননীয় প্রধান মন্ত্রী সাংবাদিক বান্ধব। তিনি এ বিষয়ে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করবেন। বিবৃতিতে আরও বলা হয়, তৃনমুল সাংবাদিকরা দেশের সমস্যা, সম্ভাবনা, উন্নয়নসহ ইতিবাচক সংবাদ প্রচার করে জাতিকে সব সময় জাগ্রত রাখে।

আপনার মতামত দিন :
সংবাদটি শেয়ার করুন :