ডেস্ক রিপোর্ট : চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জের একটি হাঁসের খামারে ভেজাল মেশানো খাবার খেয়ে শতাধিক হাঁসের বাচ্চা মারা যাওয়ার অভিযোগ উঠেছে। শিবগঞ্জ পৌর এলাকার বেকি মোড়ের ফারুক হোসেনের হাঁসের খামারে এ দুর্ঘটনা ঘটে। খামার মালিক ফারুক হোসেন জানান, আমি কয়েকদিন আগে কানসাট বাসস্ট্যান্ড এলাকার উমর ফারুক ট্রেডার্স থেকে হাঁসের খাবার হিসেবে ১,৪০০ টাকা দরে এক বস্তা ভাঙা ভুট্টা নিয়ে এসে খামারের হাঁসের বাচ্চাকে খাওয়ালে কিছুক্ষন পর থেকেই কয়েকটি বাচ্চাকে অসুস্থ দেখতে পাই। প্রথমত বিষয়টিতে গুরুত্ব না দিলেও ক্রমান্বয়ে বাচ্চা গুলোকে মারা যেতে দেখে খাবারের প্রতি সন্দেহ হয়। এরপর খাবারের বস্তা পরীক্ষা করে অনেকগুলো লবণের টুকরো দেখতে পেয়ে স্থানীয় পশু হাসপাতালে যোগাযোগ করলে তাঁরা প্রাথমিক ভাবে বেশি বেশি পানি খাওয়ানোর পরামর্শ দেন। কিন্তু ধীরে ধীরে বাচ্চা মরার সংখ্যা বাড়তে থাকলে মেসার্স উমর ফারুক ট্রেডার্সে জানালে তারা খাবারের বস্তা ফেরত নিতে চায় এবং ক্ষতির বিষয়টি বিবেচনা করবে বলে আশ্বাস দেয়। এখন পর্যন্ত আমার ২ শত হাঁসের বাচ্চার মধ্যে প্রায় ১২০ টিই মারা গেছে। উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মৃত বাচ্চা পরীক্ষা করে অতিরিক্ত লবণ মিশ্রিত খাবার খেয়েই মারা গেছে বলে রিপোর্ট দিয়েছেন। বেশি লাভের আশায় হাঁসের খাবারের সাথে অতিরিক্ত হারে ওজন বাড়ানোর উদ্দেশ্যে কমদামী লবণ মিশিয়ে যারা ব্যবসা করছে, সেসব অসাধু ব্যবসায়ীদের শাস্তি দাবী করছি। এদিকে খাবার বিক্রেতা ফারুক ট্রেডার্সের মালিক উমর ফারুক জানান, আমি ছত্রাজিতপুরের আরিফুল ট্রেডার্স থেকে প্যাকেটজাত খাবার কিনে এনে বিক্রি করেছি, দুর্ঘটনার খবর জানতে পেরে সেই খাবারের বস্তাটি ফেরৎ নিয়ে খাবার প্রস্তুতকারী আরিফুল ট্রেডার্সে জানিয়েছি। খাবার প্রস্তুতকারী ছত্রাজিতপুরের আরিফুল ট্রেডার্সের পরিচালক আরিফুল ইসলামের কাছে জানতে চাইলে প্রথমত তিনি বিষয়টি অস্বীকার করলেও গুদামের ভিতরে থাকা বেশ কিছু লবণের প্যাকেটের বিষয়ে তিনি বলেন আমি মাঝে মধ্যে লবণও বিক্রি করি এবং কিছুদিন আগে ঈঁদুরে লবনের কিছু প্যাকেট কেটে দিলে হাঁসের খাবারের সাথে কিছু লবণ মিশে যায়। শিবগঞ্জ উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা: রঞ্জিত চন্দ্র সিংহ বলেন, খাদ্য ও মৃত হাঁসের বাচ্চা বাহ্যিকভাবে পরীক্ষা করে দেখেছি বাচ্চা গুলো অত্যাধিক পরিমাণে লবণ মিশ্রিত ভেজাল খাদ্য খেয়েই মারা গেছে এবং আমি সেই রিপোর্টই প্রদান করেছি।
শিবগঞ্জে ভেজাল মেশানো খাবার খেয়ে শতাধিক হাঁসের বাচ্চার মৃত্যুর অভিযোগ
সংবাদ ক্যাটাগরি : অপরাধ || প্রকাশের তারিখ: 26 March 2020, সময় : 1:55 AM
আপনার মতামত দিন :