আজ সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ০৯:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
«» শিবগঞ্জের চরজগন্নাথপুরে আবারো তীব্র নদী ভাঙন, ঘরবাড়ি বিলীনের আশংকা «» দুর্গা পূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শিবগঞ্জ পৌর জামায়াতের মতবিনিময় «» শিবগঞ্জে পৌরসভা কর্মকর্তা ও কর্মচারীদের সাথে ড. কেরামত আলীর মতবিনিময় «» শিবগঞ্জে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবীতে প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন «» শিবগঞ্জে ২ জনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা «» চাঁপাইনবাবগঞ্জে দুই আইজিপি বেনজির-শহীদুলের বিরুদ্ধে মামলার আবেদন «» রাধাকান্তপুর ফাজিল মাদরাসার অধ্যক্ষের বিচার দাবীতে শিক্ষার্থীদের মানববন্ধন «» শিবগঞ্জে অবৈধ ও পরিবেশ নষ্টকারী ইটভাটা অপসারণে শিক্ষার্থীদের মানববন্ধন «» শিবগঞ্জে সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের মতবিনিময় «» সোনামসজিদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ ও আহতদের স্মরণে র‍্যালি ও শোকসভা

শিবগঞ্জে ভেজাল মেশানো খাবার খেয়ে শতাধিক হাঁসের বাচ্চার মৃত্যুর অভিযোগ

ডেস্ক রিপোর্ট : চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জের একটি হাঁসের খামারে ভেজাল মেশানো খাবার খেয়ে শতাধিক হাঁসের বাচ্চা মারা যাওয়ার অভিযোগ উঠেছে। শিবগঞ্জ পৌর এলাকার বেকি মোড়ের ফারুক হোসেনের হাঁসের খামারে এ দুর্ঘটনা ঘটে। খামার মালিক ফারুক হোসেন জানান, আমি কয়েকদিন আগে কানসাট বাসস্ট্যান্ড এলাকার উমর ফারুক ট্রেডার্স থেকে হাঁসের খাবার হিসেবে ১,৪০০ টাকা দরে এক বস্তা ভাঙা ভুট্টা নিয়ে এসে খামারের হাঁসের বাচ্চাকে খাওয়ালে কিছুক্ষন পর থেকেই কয়েকটি বাচ্চাকে অসুস্থ দেখতে পাই। প্রথমত বিষয়টিতে গুরুত্ব না দিলেও ক্রমান্বয়ে বাচ্চা গুলোকে মারা যেতে দেখে খাবারের প্রতি সন্দেহ হয়। এরপর খাবারের বস্তা পরীক্ষা করে অনেকগুলো লবণের টুকরো দেখতে পেয়ে স্থানীয় পশু হাসপাতালে যোগাযোগ করলে তাঁরা প্রাথমিক ভাবে বেশি বেশি পানি খাওয়ানোর পরামর্শ দেন। কিন্তু ধীরে ধীরে বাচ্চা মরার সংখ্যা বাড়তে থাকলে মেসার্স উমর ফারুক ট্রেডার্সে জানালে তারা খাবারের বস্তা ফেরত নিতে চায় এবং ক্ষতির বিষয়টি বিবেচনা করবে বলে আশ্বাস দেয়। এখন পর্যন্ত আমার ২ শত হাঁসের বাচ্চার মধ্যে প্রায় ১২০ টিই মারা গেছে। উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মৃত বাচ্চা পরীক্ষা করে অতিরিক্ত লবণ মিশ্রিত খাবার খেয়েই মারা গেছে বলে রিপোর্ট দিয়েছেন। বেশি লাভের আশায় হাঁসের খাবারের সাথে অতিরিক্ত হারে ওজন বাড়ানোর উদ্দেশ্যে কমদামী লবণ মিশিয়ে যারা ব্যবসা করছে, সেসব অসাধু ব্যবসায়ীদের শাস্তি দাবী করছি। এদিকে খাবার বিক্রেতা ফারুক ট্রেডার্সের মালিক উমর ফারুক জানান, আমি ছত্রাজিতপুরের আরিফুল ট্রেডার্স থেকে প্যাকেটজাত খাবার কিনে এনে বিক্রি করেছি, দুর্ঘটনার খবর জানতে পেরে সেই খাবারের বস্তাটি ফেরৎ নিয়ে খাবার প্রস্তুতকারী আরিফুল ট্রেডার্সে জানিয়েছি। খাবার প্রস্তুতকারী ছত্রাজিতপুরের আরিফুল ট্রেডার্সের পরিচালক আরিফুল ইসলামের কাছে জানতে চাইলে প্রথমত তিনি বিষয়টি অস্বীকার করলেও গুদামের ভিতরে থাকা বেশ কিছু লবণের প্যাকেটের বিষয়ে তিনি বলেন আমি মাঝে মধ্যে লবণও বিক্রি করি এবং কিছুদিন আগে ঈঁদুরে লবনের কিছু প্যাকেট কেটে দিলে হাঁসের খাবারের সাথে কিছু লবণ মিশে যায়। শিবগঞ্জ উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা: রঞ্জিত চন্দ্র সিংহ বলেন, খাদ্য ও মৃত হাঁসের বাচ্চা বাহ্যিকভাবে পরীক্ষা করে দেখেছি বাচ্চা গুলো অত্যাধিক পরিমাণে লবণ মিশ্রিত ভেজাল খাদ্য খেয়েই মারা গেছে এবং আমি সেই রিপোর্টই প্রদান করেছি।

আপনার মতামত দিন :
সংবাদটি শেয়ার করুন :