আজ শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ০৭:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
«» শিবগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত ও বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন জাহাঙ্গীরের সমাধিতে শ্রদ্ধাঞ্জলী «» শিবগঞ্জে ফিউচার ক্যাডেট একাডেমীর মেধাবৃত্তি পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণ «» কানসাটে চেম্বার অফ কমার্সের নির্বাচন উপলক্ষে আব্দুল ওয়াহেদ প্যানেলের পরিচিতি সভা «» চাঁপাইনবাবগঞ্জে চেম্বার অফ কমার্স নির্বাচনে হারুন-আনোয়ার-তরিকুল প্যানেলের পরিচিতি সভা «» চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অফ কমার্স নির্বাচনে আব্দুল ওয়াহেদ প্যানেলের পরিচিতি সভা «» মসজিদের উন্নয়নে সকলের এগিয়ে আসা উচিত -বেলাল-ই-বাকি ইদ্রিশী «» শিবগঞ্জে ফুলকুঁড়ি আসরের আয়োজনে শিশু সমাবেশ ও পুরস্কার বিতরণ «» থামছেইনা সাবেক সেনা সদস্য রফিকুলের যৌন অপরাধ, রেহাই পেলনা ৩য় শ্রেণীর ছাত্রীও «» শিবগঞ্জে ভিক্ষুক পুনর্বাসন, ঋণ ও ট্রাই সাইকেল বিতরণ «» ভয়াল ২৮ অক্টোবর উপলক্ষে শাহবাজপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল

চিরিরবন্দরে সামান্য বৃষ্টিতেই ডুবেছে রাস্তা, বেড়েছে দুর্ভোগ

চিরিরবন্দর (দিনাজপুর) থেকে : সামান্য বৃষ্টি হলেই খানাখন্দে ভরা রাস্তা পানিতে সয়লাব। শহরের ২ কি.মি রাস্তায় তৈরি হয়েছে জলাবদ্ধতা। এতে যানবাহন চলাচলে ব্যাহত হচ্ছে। শিক্ষানগরী এই শহরের ঘুঘুরাতলী মোড় হতে থানা এলাকা পর্যন্ত দেখা যায় এমন চিত্র।

গতকাল রাত থেকে আজ সামান্য বৃষ্টির পানিতে ডুবে রয়েছে শহরের একমাত্র রাস্তাটি। নিষ্কাশনে উন্নত ও পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় নগরবাসী সহ অর্ধ শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীর দুর্ভোগ চরমে উঠেছে বলে মনে করছেন সচেতন মহল।

শিক্ষানগরী হিসেবে পরিচিতি লাভ করার পর এই শহরের সবকিছু বদলে গেলেও বদলে যায়নি এখানকার রাস্তাগুলো।
রাস্তাগুলোর এতোটাই বেহাল অবস্থা যে, সামান্য একটু বৃষ্টি হলেই সৃষ্টি হয় জলাবদ্ধতা। থাকেনা রাস্তা দিয়ে হাঁটার কোনো পরিবেশ। বিভিন্ন অংশে সৃষ্টি হয়েছে ছোট-বড় অনেক গর্তের।অনুপোযোগী হয়ে পড়েছে চলাচলের। তবুও ঝুঁকি নিয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক বলেই যাতায়াত করতে হচ্ছে হাজারো মানুষের।

কোথাও কোথাও ড্রেনেজ ব্যবস্থা থাকার পরও বৃষ্টির পানি না নামায় বেড়েছে বিড়ম্বনা। একই সঙ্গে কোথাও কোথাও ড্রেন ছাপিয়ে ময়লা আবর্জনাযুক্ত পানি ছড়িয়ে পড়ছে। এতে পানিবাহিত রোগজীবাণু বাড়ার আশঙ্কার সঙ্গে দুর্ভোগও বাড়ছে সাধারণ মানুষদের মধ্যে।

এ ব্যাপারে স্থানীয় বাসিন্দাদের সাথে কথা হলে তারা জানান, হারা আর কি কমো বাহে, সেই অনেকদিন থাকি শুনি আসিছি রাস্তা বেলে হইবে হইবে, কয়েক বছর তো হয়া গেইল, রাস্তার উদ্বোধন কইরছে, কিন্তু এলাও ক্যানবা কোন কাজ না হয় তা কায় জানে, হারা সাধারণ মানুষ বাপু, সব কিছুই মানি নিবার হয় হামাক।

এরকম অনেকের সাথে কথা বলে জানাযায়, উর্ধতন কর্মকর্তার কাছে চিরিরবন্দর এলাকাবাসীর একটাই দাবী যতো দ্রুত সম্ভব যেন এই রাস্তাটির কাজ করা হয়। ভোগান্তি থেকে বাচঁতে চায় চিরিরবন্দরবাসী।

আপনার মতামত দিন :
সংবাদটি শেয়ার করুন :