আজ শনিবার, ২৭ Jul ২০২৪, ১০:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
«» আন্তর্জাতিক মাদকমুক্ত সম্মাননা পেলেন শিবগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী আরিফ উদ্দিন «» নতুন প্রার্থী হিসেবে চমক দেখাতে চান মুসলিমা খাতুন নীতি «» প্রজাপতি প্রতীক পেয়েই ভোটের মাঠে মহিলা ভাইস-চেয়ারম্যান প্রার্থী শিউলী বেগম «» শিবগঞ্জে মহিলা ভাইস-চেয়ারম্যান পদে লড়ছেন নুরজাহান বেগম «» ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে ব্যাপক সাড়া পাচ্ছেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী গোলাম রাব্বানী «» শিবগঞ্জে মনোনয়ন জমা শেষ, চেয়ারম্যান ৬, ভাইস-চেয়ারম্যান ৭, মহিলা ভাইস-চেয়ারম্যান ৩ «» ভোটারদের উৎসাহেই নির্বাচনে এসেছি -ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী উজ্জ্বল «» ভোটারদের উৎসাহেই নির্বাচনে এসেছি -ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী উজ্জ্বল «» চাঁপাইনবাবগঞ্জ ভেটেরিনারি এসোসিয়েশনের উদ্যোগে ঈদ পূর্ণমিলনী «» শিবগঞ্জে শেখ হাসিনার জন্মবার্ষিকী উপলক্ষে ফুটবল টুর্নামেন্ট ও পুরস্কার বিতরণ

চাঁপাইনবাবগঞ্জে আ’লীগের সভাপতি মঈনুদ্দিন সম্পাদক আব্দুল ওদুদ

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা জীবনবাজি রেখে ও সকল ষড়যন্ত্রকে রুখে দিয়ে বাংলাদেশকে আজ এগিয়ে নিয়ে যাচ্ছে উন্নতির শিখরে । ৫ মার্চ বৃহস্পতিবার ত্রি-বার্ষিক সম্মেলনে বক্তব্যে এসব কথা বলেন মোহাম্মদ নাসিম এমপি । আপনারা জানেন, ইতোমধ্যে চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন উপজেলায় আওয়ামী লীগের কাউন্সিল সফলভাবে সম্পন্ন হয়েছে। সদরের আজ নতুন কমিটি নির্বাচিত হতে যাচ্ছে। নেতৃত্বে সবাই যোগ্য কিন্তু কাউকে না কাউকে দায়িত্ব নিতে হবে। কর্মীরাই হচ্ছে আওয়ামী লীগের প্রধান শক্তি। জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সকলকে একযোগে কাজ করার আহবান জানান মোহাম্মদ নাসিম এমপি। চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে আবারো তিন বছরের জন্য সভাপতি নির্বাচিত হয়েছেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মঈনুদ্দিন মন্ডল ও সাধারণ সম্পাদক সাবেক এমপি আব্দুল ওদুদ। এ ছাড়াও প্রথম সহ-সভাপতি সাবেক এমপি মো. জিয়াউর রহমান ও দ্বিতীয় সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রুহুল আমিন নির্বাচিত হয়েছেন। আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটিও ঘোষণা করা হবে বলে জানান মোহাম্মদ নাসিম।

বৃহস্পতিবার সকালে শহরের পুরাতন স্টেডিয়াম মাঠে প্রথমেই জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করেন আ. লীগ নেতৃবৃন্দ। পরে বেলুন উড়িয়ে কাউন্সিলের উদ্বোধন করেন আওয়ামী লীগের প্রবীণ নেতা মোহাম্মদ নসিম। দুপুরে আওয়ামী লীগের সভাপতি মন্ডলির সভাপতি মোহাম্মদ নাসিম এমপি চার পদে এই চার জনের নাম ঘোষণা করেন। এর আগে কাউন্সিলের প্রথম পর্বে তিনি প্রধান অতিথির বক্তব্য দেন। এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পদক তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।

জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মইনুদ্দীন মন্ডলের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন, সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, কেন্দ্রীয় কমিটির সদস্য নুরুল ইসলাম ঠান্ডু, বেগম আখতার জাহান, সাহাবুদ্দিন ফরাজী। জেলা আওয়ামী লীগের প্রতিবেদন পাঠ করেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ। অন্যান্যের মাঝে বক্তব্য দেন, চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন শিমুল, সংরক্ষিত আসনের সংসদ সদস্য ফেরদৌসি ইসলাম
জেসি, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এ ছাড়া উপস্থিত ছিলেন শিবগঞ্জ, ভোলাহাট, গোমস্তাপুর, রহনপুর, নাচোল আওয়ামী লীগের বিপুল সংখ্যক নেতাকর্মীবৃন্দ। যুবলীগ, কৃষকলীগ, শ্রমিক লীগ,
স্বেচ্ছাসেবক লীগ, তাঁতীলীগ, ছাত্রলীগ মহিলালীগ, যুব মহিলা লীগ এর নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন। সম্মেলনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি ছিল চোখে পড়ারমত।

আপনার মতামত দিন :
সংবাদটি শেয়ার করুন :