ডেস্ক রিপোর্ট : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন আগামী ২৯ মার্চ অনুষ্ঠিত হবে। নির্বাচনে চেয়ারম্যান পদে মোট ৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। আজ ২৭ ফেব্রæয়ারি ২০২০ বৃহস্পতিবার ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মো: ইসমাইল হোসেন মাষ্টার, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মনোনীত প্রার্থী মো: আব্দুল মালেক মন্ডল, স্বতন্ত্র প্রার্থী মো: জালাল উদ্দিন, মো: আশফাকুর রহমান রাসেল আহমেদ ও প্রাক্তন চেয়ারম্যান মরহুম মজিবুর রহমানের সহধর্মীনি মোসা: পারভিন মনোনয়নপত্র দাখিল করেছেন। শিবগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মাদ রায়হান কুদ্দুস জানান, গত ১৬ই ফেব্রæয়ারি শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী আজ ২৭ ফেব্রæয়ারি ২০২০ তারিখ ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন, আমি এই পর্যন্ত ৫ জনের মনোনয়নপত্র পেয়েছি। তফসিল অনুযায়ী আগামী ১লা মার্চ প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে, আগামী ৮ই মার্চ প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন, ৯ই মার্চ প্রতীক বরাদ্দ হবে এবং ২৯ মার্চ ২০২০ রবিবার নির্বাচন অনুষ্ঠিতহ হবে। ইউনিয়ন পরিষদের এই উপ-নির্বাচন স্বচ্ছ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবেই অনুষ্ঠিত হবে বলেও তিনি সাংবাদিকদের জানান। উল্লেখ্য, গত ৮ জানুয়ারি শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবুর রহমান মৃত্যুবরণ করলে চেয়ারম্যান পদটি শূন্য হয়ে যায়।
শিবগঞ্জের পাঁকা ইউনিয়ন উপ-নির্বাচনে ৫ প্রার্থীর মনোনয়ন দাখিল
সংবাদ ক্যাটাগরি : রাজনীতি || প্রকাশের তারিখ: 27 February 2020, সময় : 6:24 PM
আপনার মতামত দিন :