নিজস্ব প্রতিবেদক : ঝিনাইদহের শৈলকুপা উপজেলা ও পৌর বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার বারইপাড়ায় মাষ্টার ইসরাইল হোসেন হল রুমে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। দুই পর্বের এ বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির মানবাধিকার বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট আসাদুজ্জামান। সভায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির আহবায়ক এ্যাডভোকেট মশিউর রহমান। বর্ধিত সভায় উপজেলা ও পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন বলে জানা যায়। দুই পর্বের এ বর্ধিত সভায় উপজেলা বিএনপির আহবায়ক আবুল হোসেন ও পৌর বিএনপির আহবায়ক আবু তালেব মিয়ার সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ন আহবায়ক আক্তারুজ্জামান, এ্যাডভোকেট কামাল আজাদ পান্নু, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক হুমায়ন বাবর ফিরোজ, সাবেক মেয়র খালিলুর রহমান, পৌর বিএনপির যুগ্ন আহবায়ক সেলিম রেজা ঠান্ডু, মিজানুর রহমান বাবলু, থানা বিএনপির যুগ্ন আহবায়ক রাকিবুল হাসান খান দিপু, আমজাদ হোসেন, সাহেব আলী, কাউন্সিলর আবুল কালাম, মনিরুল ইসলাম বাবলু মোল্যা, জামাল হোসেন প্রমুখ।
শৈলকুপায় বিএনপির বর্ধিত সভা
সংবাদ ক্যাটাগরি : দেশজুড়ে || প্রকাশের তারিখ: 21 February 2020, সময় : 3:50 AM
আপনার মতামত দিন :