আজ সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ০৮:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
«» শিবগঞ্জের চরজগন্নাথপুরে আবারো তীব্র নদী ভাঙন, ঘরবাড়ি বিলীনের আশংকা «» দুর্গা পূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শিবগঞ্জ পৌর জামায়াতের মতবিনিময় «» শিবগঞ্জে পৌরসভা কর্মকর্তা ও কর্মচারীদের সাথে ড. কেরামত আলীর মতবিনিময় «» শিবগঞ্জে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবীতে প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন «» শিবগঞ্জে ২ জনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা «» চাঁপাইনবাবগঞ্জে দুই আইজিপি বেনজির-শহীদুলের বিরুদ্ধে মামলার আবেদন «» রাধাকান্তপুর ফাজিল মাদরাসার অধ্যক্ষের বিচার দাবীতে শিক্ষার্থীদের মানববন্ধন «» শিবগঞ্জে অবৈধ ও পরিবেশ নষ্টকারী ইটভাটা অপসারণে শিক্ষার্থীদের মানববন্ধন «» শিবগঞ্জে সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের মতবিনিময় «» সোনামসজিদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ ও আহতদের স্মরণে র‍্যালি ও শোকসভা

শিবগঞ্জ আওয়ামী লীগকে নিয়ে মহৎ স্বপ্ন মুক্তা মিয়ার

নিজস্ব প্রতিবেদক : আগামী ২৩ ফেব্রুয়ারী চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের ত্রিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হতে যাচ্ছে । দলীয় এই কাউন্সিলকে সামনে রেখে শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি পদপ্রার্থী দুর্লভপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও একাদশ জাতীয় সংসদ নির্বাচন ও পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আবু আহম্মদ নজমুল কবির মুক্তা বলেন, দলীয় নেতা কর্মীগণ যদি আমাকে উপজেলা আওয়ামীলীগের সভাপতি পদে নির্বাচিত করেন, তাহলে আমি ব্যক্তিগত চাওয়া-পাওয়ার ঊর্ধ্বে গিয়ে জাতির পিতার আদর্শ ধারণ করে নিঃস্বার্থভাবে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে দল তথা জনগণের কল্যাণে আজিবন কাজ করে যাব। প্রথমত দলের মধ্যে অতিতের লবিংগ্রপিং সহ সমস্ত ঝামেলা মিটিয়ে দলকে সুসংগঠিত করবো। দলের মধ্যে জামাযাত- বিএনপি থেকে আসা হাইব্রিডদের পরিবর্তে দলের জন্য ত্যাগী ও নিবেদিতদের অধিকার নিশ্চিত করবো। দলের ত্যাগী ও নির্যাতিত নেতাদের প্রকৃত মূল্যয়নের মাধ্যমে দলের বিভিন্ন পদে স্থান দিয়ে ঐতিহাসিক ধারাবাহিকতায় দলকে সচল রাখার যাবতীয় ব্যবস্থা গ্রহন করবো। প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে তৃণমুল পর্যায়ে দলকে শক্তিশালী করবো। যাতে দেশে আওয়ামীলীগের নেতৃত্বে গণতন্ত্র আরো শক্তিশালী হয়ে জনগনের শাসন প্রতিষ্ঠিত থাকে। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধ’ শেখ মজিবুর রহমানের আজীবন কালের স্বপ্ন দূর্নীতি, সন্ত্রাস, জঙ্গি, নিরক্ষরতা, ক্ষুধা, দারিদ্রমুক্ত সোনার বাংলা গড়তে ২০২১ ও ২০৪১ ভিষন বাস্তবায়নে গণতন্ত্রের মানসকন্যা মাদার অব হিউম্যানিটি জননেত্রী শেখ হাসিনার হাত শক্তিশালী করার মাধ্যমে দেশকে বিশ্বের মধ্যে মাথা উচুঁ করে দাঁড়াতে নিজের জীবনের বিনিময়ে হলে ও সহযোগিতা করবো। পাশাপাশি শিবগঞ্জকে সন্ত্রাস, মাদক, জঙ্গি, অস্ত্র ও বাল্য বিয়ে রোধ ও নারীদের ক্ষমতায়ন বৃদ্ধি করে আধুনিক শিবগঞ্জে পরিণত করবো ইনশাল্লাহ । তিনি আরো বলেন, ১৯৮১ সাল থেকে এ পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের আদর্শে আদর্শিত হয়ে বিভিন্ন সময় বিভিন্ন পদে থেকে দলের জন্য কাজ করে চলেছি । আমি ছাত্র জীবনে আদিনা কলেজের ছাত্রলীগের জি এস (সম্পাদক), চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষকলীগের সাবেক যুগ্ন আহ্বায়ক, শিবগঞ্জ উপজেলা আঃলীগের সাবেক যুগ্ন সাধারন সম্পাদক, দুর্লভপুর ইউপির সাবেক চেয়ারম্যান সহ এলাকার বিভিন্ন প্রতিষ্ঠানের বিভিন্ন পদে অধিষ্ঠিত থেকে সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করে চলেছি । নেতাকর্মীরা বলেন, ২০১৩-১৪ সালে যখন জামায়াত বিএনপির আন্দোলনের সময় শিবগঞ্জে আওয়মীলীগ অভিভাবকহীন হয়ে পড়েছিল, তখন এই মুক্তা মিয়ার নেতৃত্বেই বর্তমান সংসদ সদস্য ডা: সামিল উদ্দিন আহম্দে শিমুলসহ আঃলীগের বেশ কয়েকজন নেতা জামায়াত বিএনপির হাতে নির্যাতিত নেতা কর্মীদের পাশে থেকে তাদের সেবা দিয়েছেন এবং দলকে সুসংগঠিত করতে চেষ্টা চালিয়ে গেছেন। দলের জন্য জীবন বাজী রেখে কাজ করে গেছেন। আমাদের অভিভাবক হিসাবে পথ নির্দেশনা দিয়েছেন। তিনি শুধু নির্যাতিত আঃ লীগের অভিভাবক ছিলেন না। তিনি ঐ সময় বর্তমান সংসদ সদস্য ডা: সামিল উদ্দিন আহম্মেদ শিমুলকে ও অভিভাবক হিসাবে পথ দেখিয়েছেন আগলিয়ে রেখে দিক নির্দেশনা দিয়েছিলেন। এবং সেই জাতীয় নির্বাচনের তিনি আহ্বায়কের দ্বায়িত্ব পালন করে ছিলেন। যার কারণেই উনার সু পরামর্শ ও দিক নির্দেশনা অনুযায়ী কাজ করে জনগণের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করে জেলার মধ্যে একমাত্র শিবগঞ্জ উপজেলাতেই আঃ লীগ তথা নৌকার প্রার্থীকে জয়যুক্ত করিয়েছেন । তিনি যদি উপজেলা আওয়ামীলীগের সভাপতি নির্বাচিত হোন তাহলে দলের জন্য, দলের ত্যাগী নেতা কর্মীসহ শিবগঞ্জ বাসীর জন্য অবশ্য কল্যান বয়ে আনবে। উল্লেখ্য যে, দীর্ঘ সাড়ে ৫ বছর পর আগামী ২৩ ফেব্রুয়ারী শিবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের ত্রিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ কাউন্সিলে ১৫টি ইউনিয়ন, ১টি পৌরসভা ও উপজেলা কাউন্সিল মিলে মোট ৫০১জন কাউন্সিলার তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে শিবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের কমিটি নির্বাচিত হতে যাচ্ছে ।

আপনার মতামত দিন :
সংবাদটি শেয়ার করুন :