আজ বুধবার, ১২ মার্চ ২০২৫, ০৯:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
«» শিবগঞ্জে বিএনপি নেতা বেলাল-ই-বাকি ইদ্রিশীর আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত «» শিবগঞ্জে জামায়াতে ইসলামীর আয়োজনে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল «» সোনামসজিদ স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের শপথ গ্রহন অনুষ্ঠিত «» জাতাহারা ও ডোবার মোড় বণিক সমিতির নির্বাচনে প্রার্থী হিসেবে এগিয়ে মীম ওবায়দুল্লাহ্ «» শিবগঞ্জে পেশাজীবী ফোরামের আয়োজনে প্রীতিভোজ ও শিক্ষাশিবির অনুষ্ঠিত «» শিবগঞ্জে ছাত্রশিবিরের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী «» নাচোলে দ্বৈত ব্যান্ডমিন্টন টুর্নামেন্টর ফাইনাল খেলা অনুষ্ঠিত «» শিবগঞ্জে অন্যের জমি দখল করে ফসল বপণের অভিযোগ «» শিবগঞ্জে অবৈধভাবে মাটি কাটায় ১ লক্ষ টাকা জরিমানা, এক্সকেভেটর জব্দ «» শিবগঞ্জের কালীগঞ্জ সীমান্তে উত্তেজনা, বিএসএফ এর দুঃখ প্রকাশ

অনলাইন সার্ভারে ত্রুটির কারনে সোনামসজিদ বন্দরে আটকে আছে পণ্যবোঝায় ট্রাক

কপোত নবী, নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ :
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থলবন্দর দিয়ে সোমবার সারাদিন ভারতের মহদিপুর স্থলবন্দর থেকে কোন প্রকার পণ্যভর্তি ট্রাক প্রবেশ করেনি। ফলে সোনামসজিদ স্থলবন্দরে আমদানির ক্ষেত্রে বিড়াম্বনা সৃষ্টি হচ্ছে।

সোনামসজিদ স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ ও কাস্টমস অফিস জানিয়েছে- ভারতের মহদিপুর স্থলবন্দরে পণ্য আমদানি-রপ্তানির ক্ষেত্রে ব্যবহৃত অনলাইন সার্ভারে ত্রুটির কারণে ভারতীয় কাস্টমস পণ্য ছাড় করতে পারছেনা।

ফলে সোনামসজিদ স্থলবন্দরে বেশ কয়েকদিন থেকেই পণ্য আমদানির ক্ষেত্রে বিড়াম্বনা সৃষ্টি হচ্ছে।

ভারতের মহদিপুর স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শ্রী ভূপতি মন্ডলের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, মহদিপুর স্থলবন্দরে অনলাইন সার্ভারে ত্রুটি থাকায় পণ্য রপ্তানির বন্ধ রয়েছে।

এদিকে সোনামসজিদ কাস্টমসের এক কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, এখানে প্রতিদিন ১৫০-২০০ পণ্যভর্তি ট্রাক প্রবেশ করতো। কিন্তু গত দুদিনে ২০-২৫টি ট্রাক সোনামসজিদ বন্দরে প্রবেশ করেছে।

অপরদিকে পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের ম্যানেজার (অপারেশন) কামাল উদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ভারতের মহদিপুর স্থলবন্দরে বাণিজ্যিক ক্ষেত্রে ব্যবহৃত অনলাইন সার্ভার ত্রুটির কারণে সোমবার মহদিপুর স্থলবন্দর থেকে কোন প্রকার পণ্য প্রবেশ করেনি।

তিনি আরও জানান, গেল শনিবার ১৮টি ও রোববার ৭টি পণ্যভর্তি ট্রাক প্রবেশ করে। এখানে প্রতিদিন ১৫০-২০০ পণ্যভর্তি ট্রাক প্রবেশ করে থাকে।

কিন্তু মহদিপুর স্থলবন্দরে অনলাইন সার্ভারে ত্রুটির কারণে পণ্য আমদানি হচ্ছেনা।

আপনার মতামত দিন :
সংবাদটি শেয়ার করুন :