হাবিবুল বারি হাবিব : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সোনামসজিদ যুব সমাজ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে সমাজের দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ এবং ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে । সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার ১৭ই রমজান ও ২৮ মার্চ ২০২৪ বিকেলে সোনামসজিদ রংধনু পার্কে সোনামসজিদ যুব সমাজ কল্যাণ ট্রাস্টের আয়োজনে ট্রাস্টের সভাপতি সাব্বির আহমেদ এর সভাপতিত্বে ও ট্রাস্টের প্রতিষ্ঠাতা পরিচালক মো: আব্দুল মোত্তালেব এর সার্বিক পরিচালনায় ঈদ সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: সাজ্জাদ হোসাইন । প্রধান আলোচক ছিলেন তোহাখানা আলিম মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও সোনামসজিদ আমদানী ও রপ্তানীকারক গ্রুপের সভাপতি মাওলানা মো: মামুন অর রশীদ । বিশেষ অতিথি ছিলেন দাইপুকুরিয়া ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা মো: জাফর আলী মাস্টার, শাহবাজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মো: তোজাম্মেল হক ও সোনামসজিদ স্থলবন্দেরর বিশিষ্ট ব্যবসায়ী মো: ফারুক হোসেন । এসময় প্রথম ধাপে শতাধিক স্থানীয় দুস্থ ও অসহায় পরিবারের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হয় । ঈদ সামগ্রী বিতরণ শেষে স্থানীয়দের নিয়ে ইফতার দোয়া মহফিল অনুষ্ঠিত হয় । “মাদদকে না বলি, মাদক ছেড়ে কলম ধরি” এই স্লোগান কে সামনে রেখে ২০২১ সালে প্রতিষ্ঠিত হয়ে অদ্যবধি মাদকমুক্ত সমাজ গঠনে বিভিন্ন ভূমিকা, অসহায় রোগীদের রক্ত দান ও অন্যান্য সহযোগীতা এবং দুস্থ ও দরিদ্রদের বিভিন্ন ধরনের সহযোগিতা সহ স্বেচ্ছাসেবামূলক কাজ চালিয়ে যাচ্ছে সংগঠনটি ।
সোনামসজিদ যুব সমাজ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল
সংবাদ ক্যাটাগরি : স্বেচ্ছাসেবী সংবাদ || প্রকাশের তারিখ: 29 March 2024, সময় : 12:58 PM
আপনার মতামত দিন :