আজ শনিবার, ২৭ Jul ২০২৪, ০১:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
«» আন্তর্জাতিক মাদকমুক্ত সম্মাননা পেলেন শিবগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী আরিফ উদ্দিন «» নতুন প্রার্থী হিসেবে চমক দেখাতে চান মুসলিমা খাতুন নীতি «» প্রজাপতি প্রতীক পেয়েই ভোটের মাঠে মহিলা ভাইস-চেয়ারম্যান প্রার্থী শিউলী বেগম «» শিবগঞ্জে মহিলা ভাইস-চেয়ারম্যান পদে লড়ছেন নুরজাহান বেগম «» ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে ব্যাপক সাড়া পাচ্ছেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী গোলাম রাব্বানী «» শিবগঞ্জে মনোনয়ন জমা শেষ, চেয়ারম্যান ৬, ভাইস-চেয়ারম্যান ৭, মহিলা ভাইস-চেয়ারম্যান ৩ «» ভোটারদের উৎসাহেই নির্বাচনে এসেছি -ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী উজ্জ্বল «» ভোটারদের উৎসাহেই নির্বাচনে এসেছি -ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী উজ্জ্বল «» চাঁপাইনবাবগঞ্জ ভেটেরিনারি এসোসিয়েশনের উদ্যোগে ঈদ পূর্ণমিলনী «» শিবগঞ্জে শেখ হাসিনার জন্মবার্ষিকী উপলক্ষে ফুটবল টুর্নামেন্ট ও পুরস্কার বিতরণ

শিবগঞ্জে ২০১৩-২০১৪ সালে ক্ষতিগ্রস্থদের মাঝে চেক বিতরণ

শহিদুল ইসলাম : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ২০১৩-১৪ সালে জামায়াত-বিএনপির সহিংসতায় ক্ষতিগ্রস্ত আওয়ামীলীগের পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার তহবিল হতে অনুদানের মুঞ্জুরীকৃত আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। শনিবার সকালে শিবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের টিকোরী বাজারে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ডাঃ সামিল উদ্দিন আহমেদ শিমুল।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ শিমুল আখতারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, শিবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাড. আতাউর রহমান, শিবগঞ্জ পৌরসভার মেয়র কারীবুল হক রাজিন, শিবগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া, মোবারকপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি তোহুর আহমেদ, নামোটিকোরী আলিয়া মাদ্রাসার সুপার আব্দুস সালাম।

মোবারকপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম ও জাতীয় শ্রমিক লীগ শিবগঞ্জ উপজেলা শাখার সভাপতি কামাল উদ্দিনের যৌথ সঞ্চালনায় উপস্থিত ছিলেন, সাবেক যুবলীগ নেতা তৌহিদুল আলম টিয়া, দাইপুখুরিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আজমল হক বাদশা, নয়ালাভাঙা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান এডু, মোবারকপুর ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি আশরাফুল আলম, বীরমুক্তিযোদ্ধা রফিকুল আলম বিশ্বাস সহ গণ্যমান্য বক্তিবর্গ।

চেক বিতরণী সভায়, ২০১৩-১৪ সালে জামায়াত-বিএনপির আন্দোলনে ক্ষতিগ্রস্ত আওয়ামীলীগের ৪৬টি পরিবারকে ৭৬ লাখ টাকা চেক বিতরণ করা হয় ।

আপনার মতামত দিন :
সংবাদটি শেয়ার করুন :