আজ শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৪:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
«» শিবগঞ্জে মনোনয়ন জমা শেষ, চেয়ারম্যান ৬, ভাইস-চেয়ারম্যান ৭, মহিলা ভাইস-চেয়ারম্যান ৩ «» ভোটারদের উৎসাহেই নির্বাচনে এসেছি -ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী উজ্জ্বল «» ভোটারদের উৎসাহেই নির্বাচনে এসেছি -ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী উজ্জ্বল «» চাঁপাইনবাবগঞ্জ ভেটেরিনারি এসোসিয়েশনের উদ্যোগে ঈদ পূর্ণমিলনী «» শিবগঞ্জে শেখ হাসিনার জন্মবার্ষিকী উপলক্ষে ফুটবল টুর্নামেন্ট ও পুরস্কার বিতরণ «» শিবগঞ্জে সাহাপাড়া আলহেরা আল জামিয়াতুল ইসলামীয়ার আয়োজনে ঈদ পুনর্মিলনী «» উপজেলা নির্বাচনকে সামনে রেখে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন সাবেক ছাত্রলীগ নেতা ইব্রাহিম হোসেন «» ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী নাজমুল আলম উজ্জ্বল «» শিবগঞ্জে হিলফুল ফুজুল পরিবার এর আয়োজনে দোয়া, ইফতার ও কুরআন বিতরণ «» শিবগঞ্জে হিলফুল ফুজুল পরিবার এর আয়োজনে দোয়া, ইফতার ও কুরআন বিতরণ

এতিম শিশুদের সাথে নিয়ে গৌড় শিবগঞ্জ ম্যাংগো সিটির ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিউজ ডেস্ক : চাঁপাইনবাবগঞ্জ জেলার অন্যতম সেচ্ছাসেবী সংগঠন গৌড় শিবগঞ্জ (ম্যাংগো সিটি)-র ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী ও ৪র্থ বর্ষে পদার্পণ উপলক্ষে ইয়াতিমদের সম্মানার্থে মধ‍্যাহ্নভোজও বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৪ইং। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব ও সঞ্চালনা করেন গৌড় শিবগঞ্জ(ম্যাংগো সিটি)’র পরিচালক মোঃ আলমগীর(জয়)। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ মাহফুজ রায়হান, শিশু বিশেষজ্ঞ ও প্রধান উপদেষ্টা, গৌড় শিবগঞ্জ(ম্যাংগো সিটি)। আরও মেহমান হিসেবে উপস্থিত ছিলেন: আব্দুল হামিদ- সাধারণ সম্পাদক, দশভাইয়া ফাউন্ডেশন। জায়েদুল ইসলাম জায়েদ- পরিচালক, ডেলটা মেডিকেল সেন্টার। শফিকুল ইসলাম- সিনিয়র সাংবাদিক। মঈনুল ইসলাম- উপজেলা প্রতিনিধি, আনন্দ টিভি।
আলহাজ্ব রমজান আলী। শামসুন্নাহার সোহানা- সাধারণ সম্পাদক, শিবগঞ্জ গৌড় প্রেসক্লাব। হাবিবুর রহমান- সুপার, শিবগঞ্জ ইয়াতিমখানা। দোয়া পরিচালনা করেন- মাওলানা নবীবুর রহমান, পেশ ইমাম, শিবগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদ। সাইফুল ইসলাম রানা- রানা ঔষুধ ঘর। মেহেরুল ইসলাম- মৌ চশমা ঘর। মো: শামীম রেজা- প্রচার সম্পাদক, দশভাইয়া ফাউন্ডেশন, মোঃ রবিউল ইসলাম-সদস্য শিল্প ও বনিক সমিতি শিবগঞ্জ,এছাড়া গ্রুপের এডমিনঃ মোস্তফা আলী, এহতেশাম শুভ, সাকিম খাঁন, আবদুল্লাহ আল আরিফ। মডারেটরঃ খাদিমুল ইসলাম, মোহাম্মদ আলী, সৈয়দ মোরসালিন, নাহিদউজ্জামান, জোবারেয় হাসান, শাহিন আফ্রিদি, মামুন আলী, নাভিদ ইসলাম, রাবিকুল ইসলাম, মো: হুজাইফা, মাইনুল ইসলাম। শিবগঞ্জ ইয়াতিমখানার শিক্ষার্থীবৃন্দ ও কর্মচারীবৃন্দ ।

আপনার মতামত দিন :
সংবাদটি শেয়ার করুন :