আজ বৃহস্পতিবার, ০২ জানুয়ারী ২০২৫, ০৯:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
«» চাঁপাইনবাবগঞ্জে ‘প্রতিদিনের চাঁপাই’ অনলাইন পত্রিকার শুভ উদ্বোধন «» শিবগঞ্জে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সাদিকুল ইসলামের ১০ হাজার কম্বল বিতরণ «» শিবগঞ্জে ৪ হাজার কম্বল বিতরণ «» পৃথিবী সংবাদ এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত «» শিবগঞ্জ শিল্প ও বণিক সমিতির নির্বাচন সম্পন্ন : সভাপতি ইউসুফ, সম্পাদক চাঁদ «» শিবগঞ্জে শান্তি নিবিড় পাঠাগারের উদ্যোগে বৃক্ষরোপণে ব্যস্ত পরিচালক নাহিদুজ্জামান «» গত ১৬ বছর বিজয় দিবস একটি দলের কারাগারে অবরুদ্ধ ছিল -বেলাল-ই-বাকী ইদ্রিশী «» শিবগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত ও বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন জাহাঙ্গীরের সমাধিতে শ্রদ্ধাঞ্জলী «» শিবগঞ্জে ফিউচার ক্যাডেট একাডেমীর মেধাবৃত্তি পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণ «» কানসাটে চেম্বার অফ কমার্সের নির্বাচন উপলক্ষে আব্দুল ওয়াহেদ প্যানেলের পরিচিতি সভা

সংরক্ষিত মহিলা সদস্য হিসেবে সুরাইয়া সুলতানা শর্মীকেই দেখতে চায় চাঁপাইবাসী

হাবিবুল বারি হাবিব : দ্বাদশ জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য হিসেবে বিশিষ্ট নারী নেত্রী ও সমাজসেবী সুরাইয়া সুলতানা শর্মীকেই দেখতে চায় চাঁপাইনবাবগঞ্জের তৃণমূলের নেতা-কর্মী ও চাঁপাইনবাবগঞ্জ বাসী । শর্মী চাঁপাইনবাবগঞ্জে আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মরহুম মঈন উদ্দীন আহমেদ মন্টু ডাক্তার এর সুযোগ্য কন্যা এবং চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের পরপর দুইবার নির্বাচিত সংসদ সদস্য ডা: সামিল উদ্দীন আহমেদ শিমুল এর বোন । গত ২০১৭ সালে জঙ্গী বিরোধী অভিযান পরিচালনাকালে নিহত র‌্যাব এর গোয়েন্দা বিভাগের প্রধান মরহুম লেফটেন্যান্ট কর্ণেল আবুল কালাম আজাদ এর সহধর্মীনি সুরাইয়া সুলতানা শর্মী ছাত্রজীবনে ছাত্রলীগের নেত্রী ছিলেন । দীর্ঘদিন থেকে সমাজসেবার সাথে জড়িত এই নেত্রী সততা ও নিষ্ঠার সাথে কাজ করে জনগন ও নারী উন্নয়নে যথেষ্ট ভূমিকা রাখবেন বলে আশা করছেন জেলার তৃণমূলের নেতাকর্মীরা । তাকে সংসদ সদস্য হিসেবে নিয়ে আসা যেন নেতাকর্মী ও স্থানীয় জনগনের প্রাণের দাবীতে পরিণত হয়েছে । বর্তমানে জেলার বিভিন্ন এলাকার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও জনসাধারণের সাথে মতবিনিময় করতে দেখা গেছে এই নেত্রীকে । জনগন মনে করছেন, জনপ্রতিনিধিত্বকারী একটি পরিবারের সন্তান এবং দেশের জন্য আত্নোৎসর্গকারী মরহুম আবুল কালাম আজাদের সহধর্মীনি হিসেবে তিনিই একজন যোগ্য প্রার্থী । স্থানীয় কয়েকজন জনপ্রতিনিধির সাথে কথা বললে তারাও এই নেত্রীকে সংসদ সদস্য হিসেবে নিয়ে আসার দাবী জানিয়েছেন । এবিষয়ে জানতে চাইলে সুরাইয়া সুলতানা শর্মী জানান, যেহেতু আমার বাবা দীর্ঘদিন জনসেবা করে দেশের জন্য প্রাণ দিয়ে গেছেন, ভাই বর্তমানে জনপ্রতিনিধি হিসেবে কাজ করছেন এবং আমার স্বামী মরহুম লেফটেন্যান্ট কর্ণেল আবুল কালাম আজাদও দেশের জন্য জীবন উৎসর্গ করেছেন, সেহেতু আমিও চাই জীবনের সবটুকু দিয়ে জনগনের সেবা করতে । এসময় নারী সদস্য নির্বাচিত হলে নারীদের স্বাবলম্বীকরণ ও সার্বিক উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করবেন বলেও জানিয়েছেন সুরাইয়া সুলতানা শর্মী ।

আপনার মতামত দিন :
সংবাদটি শেয়ার করুন :