নিউজ ডেস্ক : “সেবার মনোভাব তৈরি করুন ” প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের মমতা হাসপাতালের মার্কেটিং এক্সিকিউটিভ মো: মেহেদী হাসান জনির উদ্যোগে কম্বল বিতরণ করা হয়েছে । শুক্রবার ২৬ জানুয়ারি ২০২৪ দক্ষিণপাঁকা নিশিপাড়া নূরাণি হাফিজিয়া মাদরাসায় মাদরাসার ছাত্র-ছাত্রী ও অসহায় শীতার্তদের মাঝে এসব কম্বল বিতরণ করা হয় । এসময় মেহেদী হাসান জনি বলেন, ইতিপূর্বে আমি আমার ব্যক্তিগত তহবিল থেকে বিভিন্ন রকমের সেবামূলক কাজ করি যেমন :বন্যার সময় ত্রাণ সামগ্রী,ওষুধপত্র, ঈদের সময় ঈদ সামগ্রী, বস্ত্র, প্রচন্ড শীতের জন্য কম্বল ইত্যাদ। প্রতিবারের ন্যায় এবার আমার বন্ধুদের সহযোগিতায় বড় প্রসারে আবাসিক অনাবাসিক মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের এবং ছিন্নমূল অসহায় দুঃস্থদের মাঝে কম্বল বিতরণ করে থাকি। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে আজকের যুব সমাজ। যুবকদের মধ্যে রয়েছে তারুণ্যের উদ্দীপনা, সেটিকে যথাযথ কাজে লাগিয়ে গড়তে হবে মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্নের ডিজিটাল বাংলাদেশ। সেটির অন্যতম মাধ্যম হতে পারে পাঁকা ইউনিয়নের নতুন প্রজন্মের ঐক্যবদ্ধ আন্দোলন। যুবক শ্রেণি ও স্কুল-কলেজের ছাত্রছাত্রীদের সুযোগ রয়েছে আমাদপর সাথে মানুষের কল্যাণে কাজ করার। শুধু যুবক বা ছাত্রছাত্রী নয়, যে কেউ পারে মানবতার কল্যাণে কাজ করতে, তার জন্য আমাদের দরজা সবসময় খোলা রয়েছে। মানবসেবাই বড় ধর্ম, তাই আসুন মানবের কল্যাণে, অসহায় মানুষের পাশে দাঁড়াতে আমাদের সাথে ঐক্যবদ্ধ হই। সবার পদযাত্রা হোক মানবতার কল্যাণে, সত্য, সুন্দর ও মানবতার জয়গানে। মানবতার সেবায় আমরায় এগিয়ে ‘সর্বত্র সবার জন্য’।
শিবগঞ্জে পাঁকা চরাঞ্চলের শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
সংবাদ ক্যাটাগরি : স্বেচ্ছাসেবী সংবাদ || প্রকাশের তারিখ: 26 January 2024, সময় : 11:01 PM
আপনার মতামত দিন :