স্পোর্টস ডেস্ক : “হল অফ ফেম ওয়ার্ল্ড স্পোর্টস স্টার অ্যাওয়ার্ড ২০২৩” পেয়েছেন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মেয়ে মোসা: রোকেয়া খাতুন । ২৬শে নভেম্বর ২০২৩ “হল অফ ফেম, ওয়ার্ল্ড স্পোর্টস স্টার অ্যাওয়ার্ড ২০২৩” বাংলাদেশের ৬৪ জেলার মধ্যে অন্তর্ভুক্ত হওয়ায় তাকে সকলে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে । চাঁপানবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের বাগদূর্গাপুর গ্রামের মো: মুন্তাজ আলীর মেয়ে ।
বাংলাদেশের মোট পাঁচজন অন্তর্ভুক্ত হয়েছে তার মধ্যে চারজন ছেলে এবং একজন মেয়ে। এই অ্যাওয়ার্ডটি সারা বিশ্বের আরো অনেক ছেলে-মেয়ে পেয়েছেন।
বাংলাদেশ ক্যারাটে জাতীয় ও আন্তর্জাতিক খেলোয়াড় মুসলমান রোকেয়া খাতুন। তিনি ২০১৪ সালে ক্যারাটেতে যোগ দেন দেশে-বিদেশে তার অর্জন মোট ৩৬ টি পদক রয়েছে তার মধ্যে ২১ টি স্বর্ণপদক ৬ টি রোপ্য এবং ৯ টি তাম্র পদক পেয়েছেন। ক্যারাটে নারী খেলোয়ার হিসেবে সবার কাছে জনপ্রিয় হয়ে উঠেছেন তিনি ।