আজ শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১২:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
«» শিবগঞ্জে মনোনয়ন জমা শেষ, চেয়ারম্যান ৬, ভাইস-চেয়ারম্যান ৭, মহিলা ভাইস-চেয়ারম্যান ৩ «» মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, শিবগঞ্জের মর্দানায় আতঙ্ক : আটক-৬ «» শিবগঞ্জে শেখ হাসিনার জন্মবার্ষিকী উপলক্ষে ফুটবল টুর্নামেন্ট ও পুরস্কার বিতরণ «» শিবগঞ্জে শেখ হাসিনার জন্মবার্ষিকী উপলক্ষে ফুটবল টুর্নামেন্ট ও পুরস্কার বিতরণ «» শিবগঞ্জে শেখ হাসিনার জন্মবার্ষিকী উপলক্ষে ফুটবল টুর্নামেন্ট ও পুরস্কার বিতরণ «» শিবগঞ্জে সাহাপাড়া আলহেরা আল জামিয়াতুল ইসলামীয়ার আয়োজনে ঈদ পুনর্মিলনী «» ঈদে টানা ৫ দিনের ছুটিতে দেশ «» গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়ন পরিষদে বিনামূল্যে খাদ্য শস্য বিতরণ «» আসন্ন ঈদ-উল ফিতর উপলক্ষে চৌডালা ইউনিয়নে ৫ হাজার পরিবার পাচ্ছে ঈদ উপহার «» চাঁপাইনবাবগঞ্জ ল’ইর্য়াস কাউন্সিল এর ইফতার ও দোয়া মাহফিল

শিবগঞ্জ ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদরাসায় অভিভাবক ও সূধী সমাবেশ

হাবিবুল বারি হাবিব : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদরাসার আয়োজনে অভিভাবক ও সূধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২৫ অক্টোবর ২০২৩ সকালে প্রতিষ্ঠানের পরিচালক গোলাম রসূল এর পরিচালনায় ও প্রতিষ্ঠান সভাপতি মাওলানা মো: মাহিরুল ইসলাম এর সভাপতিত্বে অত্র মাদরাসা প্রাঙ্গনে এই সমামবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক পিএলসি, শিবগঞ্জ শাখার ব্যবস্থাপক আবু সাঈদ আব্দুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদরাসার ব্যবস্থাপনা পরিচালক মাওলানা মো: তৈমুর রহমান। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আবু সাঈদ আব্দুল্লাহ বলেন, একজন ছাত্র বা ছাত্রীর ভাল ফলাফল এবং মেধা বিকাশের পাশাপাশি নৈতিকতা ও সার্বিক যোগ্যতা সম্পন্ন হিসেবে গড়ে তুলতে মাদরাসা শিক্ষার বিকল্প নেই। শিক্ষা একটি জাতির মেরুদন্ড হলে, নৈতিকতা হচ্ছে শিক্ষার মেরুদন্ড। অতএব, নৈতকতা সম্পন্ন একজন মানুষ গড়ে তোলার ক্ষেত্রে মাদরাসা শিক্ষার গুরুত্ব অপরিসিম। এসময় উপস্থিত সকল অবিভাবকদের উদ্দেশ্যে মাদরাসা শিক্ষার প্রতি গুরুত্ব প্রদান, আগ্রহ তৈরি ও সন্তানদের সার্বিক জীবনমান উন্নয়নে নিবিড় তত্ত্বাবধান করার প্রতি জোর তাগিদ দেন অতিথিবৃন্দ। সমাবেশে বিভিন্ন খেলায় অংশগ্রহনকারী বিজয়ীদের বিভিন্ন ভাবে পুরস্কৃত করা হয়।

আপনার মতামত দিন :
সংবাদটি শেয়ার করুন :