আজ মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০৪:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
«» কানসাটে চেম্বার অফ কমার্সের নির্বাচন উপলক্ষে আব্দুল ওয়াহেদ প্যানেলের পরিচিতি সভা «» চাঁপাইনবাবগঞ্জে চেম্বার অফ কমার্স নির্বাচনে হারুন-আনোয়ার-তরিকুল প্যানেলের পরিচিতি সভা «» চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অফ কমার্স নির্বাচনে আব্দুল ওয়াহেদ প্যানেলের পরিচিতি সভা «» মসজিদের উন্নয়নে সকলের এগিয়ে আসা উচিত -বেলাল-ই-বাকি ইদ্রিশী «» শিবগঞ্জে ফুলকুঁড়ি আসরের আয়োজনে শিশু সমাবেশ ও পুরস্কার বিতরণ «» থামছেইনা সাবেক সেনা সদস্য রফিকুলের যৌন অপরাধ, রেহাই পেলনা ৩য় শ্রেণীর ছাত্রীও «» শিবগঞ্জে ভিক্ষুক পুনর্বাসন, ঋণ ও ট্রাই সাইকেল বিতরণ «» ভয়াল ২৮ অক্টোবর উপলক্ষে শাহবাজপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল «» শিবগঞ্জে ঐতিহাসিক পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের বিশাল সমাবেশ «» চাঁপাইনবাবগঞ্জে ১৫২ নারীর মাঝে চেক ও সনদপত্র বিতরণ

শিবগঞ্জে এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

হাবিবুল বারি হাবিব : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ২০২৩ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার ২৬ অক্টোবর ২০২৩ বিকেলে শিবগঞ্জের একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন “সেবক ফাউন্ডেশন” এর আয়োজনে স্থানীয় একটি অডিটোরিয়ামে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সংগঠনটির উপদেষ্টা ও পিএইচডি গবেষক মুহাম্মাদ আব্দুর রউফ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়, আল-হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. সৈয়দ মাকসুদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়, আল-হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মুহা: অলিউল্লাহ ও সেবক ফাউন্ডেশনের উপদেষ্টা এবং রাইজিং স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও এমডি আব্দুল আযীয মাহমুদ। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ২০২৩ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত প্রায় শতাধিক ছাত্র-ছাত্রীকে সংবর্ধনা ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ। এসময় প্রধান অতিথির বক্তব্যে সংবর্ধনা প্রাপ্তদের উদ্দেশ্যে প্রফেসর ড. সৈয়দ মাকসুদুর রহমান বলেন, তোমরা যেই সাধনা ও কষ্ট করে এসএসসি ও দাখির পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে যেভাবে মা-বাবা ও শিক্ষা প্রতিষ্ঠানের মুখ উজ্বল করেছো, ঠিক তেমনি ভাবে সামনের সকল পরীক্ষায় কৃতিত্বের স্বাক্ষর রেখে সকলের মুখ উজ্বল করতে হবে। আগামীর বাংলাদেশ এমনকি পৃথিবী পরিচালনার দায়িত্ব নেয়ার মতো যোগ্যতা অর্জন করতে হবে তোমাদেরকেই। এসময় প্রাতিষ্ঠানিক পরীক্ষায় কৃতিত্ব অর্জন করার পাশাপাশি চরিত্র, আচরণ ও নৈতিকতার দিক দিয়েও কৃতিত্ব অর্জন করার প্রতি জোর তাগিদ দেন প্রধান অতিথি।

আপনার মতামত দিন :
সংবাদটি শেয়ার করুন :