আজ বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ০৯:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
«» শিবগঞ্জে মনোনয়ন জমা শেষ, চেয়ারম্যান ৬, ভাইস-চেয়ারম্যান ৭, মহিলা ভাইস-চেয়ারম্যান ৩ «» মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, শিবগঞ্জের মর্দানায় আতঙ্ক : আটক-৬ «» শিবগঞ্জে শেখ হাসিনার জন্মবার্ষিকী উপলক্ষে ফুটবল টুর্নামেন্ট ও পুরস্কার বিতরণ «» শিবগঞ্জে শেখ হাসিনার জন্মবার্ষিকী উপলক্ষে ফুটবল টুর্নামেন্ট ও পুরস্কার বিতরণ «» শিবগঞ্জে শেখ হাসিনার জন্মবার্ষিকী উপলক্ষে ফুটবল টুর্নামেন্ট ও পুরস্কার বিতরণ «» শিবগঞ্জে সাহাপাড়া আলহেরা আল জামিয়াতুল ইসলামীয়ার আয়োজনে ঈদ পুনর্মিলনী «» ঈদে টানা ৫ দিনের ছুটিতে দেশ «» গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়ন পরিষদে বিনামূল্যে খাদ্য শস্য বিতরণ «» আসন্ন ঈদ-উল ফিতর উপলক্ষে চৌডালা ইউনিয়নে ৫ হাজার পরিবার পাচ্ছে ঈদ উপহার «» চাঁপাইনবাবগঞ্জ ল’ইর্য়াস কাউন্সিল এর ইফতার ও দোয়া মাহফিল

শেষ বয়সে মসজিদে জমি দিতে বললো বোন,  নিজের নামে লিখে নিল ভাই, বৃদ্ধার আর্তনাদ

হাবিবুল বারি হাবিব : শতবর্ষী বৃদ্ধা হামেদা বেগম। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ধাইনগর বিজয় মোড় এলাকার মৃত বিলাত আলী মন্ডল এর মেয়ে। মৃত্যুকালে নিজের জমি থেকে ৫ কাঠা জমি পার্শ্ববর্তী মসজিদে দান করে যাওয়ার প্রবল ইচ্ছা তাঁর। মনের সেই ইচ্ছার কথা আপন ভাই শাম মোহাম্মদ এর কাছে প্রকাশ করেন এবং তার ভাইকেই দায়িত্ব দেন মসজিদের নামে জমি রেজিস্ট্রির সকল ব্যবস্থা করার। কিন্তু সুযোগ পাওয়া মাত্রই ফাঁদ পেতে বসলেন ভাই শাম মোহাম্মদ। শতবর্ষী বৃদ্ধা বোনের বার্ধক্য ও চোখে না দেখার সুযোগে নিজের নামে পুরো ১ বিঘা জমির দলিল তৈরি করে নিয়ে আসে বোনের নিকট। “মসজিদের নামে দলিল তৈরি করে নিয়ে এসেছি” ভাইয়ের এমন মৌখিক কথার প্রতি বিশ্বাস রেখে সেই দলিলে টিপ সই করেন বৃদ্ধা হামেদা বেগম। সাব-রেজিস্ট্রার অফিসে গিয়ে জমি রেজিস্ট্রি করলে গোপন তথ্য ফাঁস হওয়ার ভয়ে বাড়িতেই অফিস থেকে লোক এনে রেজিস্ট্রির কাজ সম্পন্ন করে শাম মোহাম্মদ। এদিকে মসজিদের নামে রেজিস্ট্রি হয়েছে ভেবে বুকভরা আশা নিয়ে জমি বুঝিয়ে দেয়ার জন্য মসজিদ কমিটির লোকজনকে ডাক দেন সেই বৃদ্ধা। কিন্তু জমি নিতে এসে ফিরে যেতে হয় তাদের। প্রতারণার ফাঁদে পড়ে হতাশ হয়ে কান্নায় ভেঙে পড়েন বয়সের ভারে নূয়ে পড়া শতবর্ষী হামেদা বেগম। ফাঁস হয়ে যায় সব গোপন তথ্য। এ বিষয়ে স্থানীয় মসজিদ কমিটির সভাপতি মো: আতাউর রহমান বলেন, মসজিদে ঐ বৃদ্ধা ৫ কাঠা জমি দান করবেন বলে এলাকাবাসী সবাই জানতো। পরে আমরা জমির খোঁজ করতে গেলে জানতে পারি উনার ভাই সব জমি নিজের নামে লিখে নিয়েছে। ধাইনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম তাবারিয়া চৌধুরী জানান, ঐ মহিলা মসজিদে জমি দান করতে চেয়েছিল। কিন্তু তার সরলতার সুযোগে তার ভাই নিজের নামে জমি লিখে নিয়েছে বলে আমরা জানি। বিষয়টি সম্পর্কে জানতে চাইলে এলাকাবাসীও একই তথ্য জানান। এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ আদালতে একটি মামলাও চলমান রয়েছে যার নাম্বার-৪৯৫/২০২০। এদিকে ঘটনা সম্পর্কে জানতে চাইলে অভিযুক্ত শাম মোহাম্মদ বলেন, আমার বোন আমাকে জমি দিয়েছে তাই আমি নিয়েছি।

আপনার মতামত দিন :
সংবাদটি শেয়ার করুন :