আজ বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ১২:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
«» শিবগঞ্জে আলহেরা মাদ্রাসা পরিদর্শন করলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা «» শিবগঞ্জে সাহাপাড়া আলহেরা জামিয়াতুল ইসলামীয়ার নূরানী ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন «» শিবগঞ্জে প্রজেক্টস ফর হিউম্যানিটি এর উদ্যোগে ৫৮ জনের কর্মসংস্থান «» শিবগঞ্জে সাহাপাড়া আলহেরা মাদরাসায় অভিভাবক সমাবেশ «» শিবগঞ্জ ফাজিল মাদরাসায় ৪ তলা বিশিষ্ট একাডেমিক ভবনের শুভ উদ্বোধন «» শিবগঞ্জ ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদরাসায় অভিভাবক ও সূধী সমাবেশ «» শিবগঞ্জে এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা «» ভ্যান হারিয়ে দিশেহারা জেন্টু মিয়াকে ভ্যান কিনে দিলেন ইউএনও «» শিবগঞ্জে নবনির্মিত কেন্দ্রীয় শহীদ মিনার উদ্বোধন «» শেষ বয়সে মসজিদে জমি দিতে বললো বোন,  নিজের নামে লিখে নিল ভাই, বৃদ্ধার আর্তনাদ

শিবগঞ্জে চুরি হওয়া স্বর্ণ ও টাকাসহ ৩ চোর আটক

নিজস্ব প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাটে চুরি হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে সোনা ও রূপার গয়নাসহ তিন কুখ্যাত চোরকে আটক করতে সক্ষম হয়েছে শিবগঞ্জ থানা পুলিশ। আটকরা হল- কানসাট কলাবাড়ি এলাকার বসন্ত হলদারের ছেলে অভিজিৎ (২৫), কানসাট নিরালা গুচ্ছগ্রামের বিজনের ছেলে সীমান্ত (২৬) ও কানসাট এলাকার মাইনুলের ছেলে পারভেজ (২৫)।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ শামসুল আলম শাহ জানান, গত বৃহস্পতিবার রাতে কানসাট মিলিক মোড় এলাকার বাসিন্দা বাপ্পিদাসসহ স্ব-পরিবারে সাপ্তাহিক কীর্তন শোনার জন্য কানসাট গঙ্গাস্নান ঘাট মন্দিরে যায়। এ সুযোগে বাড়িতে তালা ভেঙে সাড়ে তিন ভরি সোনা ও সাড়ে ৫ ভরি রূপার অংলকার, নগদ ৩০ হাজার টাকা এবং একটি মোবাইল চুরি হয়। এ ঘটনায় পরদিন বাপ্পি দাস বাদি হয়ে একটি মামলা দায়ের করে।

মামলা দায়েরের মাত্র ৬ ঘণ্টার মধ্যে সন্দেহজনকভাবে তিনজনকে আটক করে পুলিশ। পরে জিজ্ঞাসাবাদে তথ্যমতে আটকদের নিজ নিজ বাড়ি থেকে চুরি হওয়া সাড়ে তিন ভরি সোনা ও সাড়ে ৫ ভরি রূপার অংলকার, নগদ টাকা, একটি মোবাইল, চোরাই কাজে ব্যবহৃত রয়েল ছেনি ও প্লাস উদ্ধার করে পুলিশ।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আরিফুল ইসলাম জানান, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে চুরি হওয়া সোনা, রূপা, নগদ টাকা ও মোবাইলসহ চোরাই কাজে ব্যবহৃত যন্ত্রপাতিসহ তিনজনকে আটক করে। আটকদের শনিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। এর আগে তাদের বিরুদ্ধে সোনার গয়না চুরির একাধিক অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আপনার মতামত দিন :
সংবাদটি শেয়ার করুন :