আজ রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ১১:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
«» আন্তর্জাতিক মানবাধিকার দিবসে রাজশাহীতে বিএনপির মানববন্ধন, গ্রেপ্তার ৫ «» শিবগঞ্জ থানায় ওসিদের বিদায় ও বরণ «» ওয়ার্ল্ড স্পোর্টস স্টার অ্যাওয়ার্ড পেলেন শিবগঞ্জের মেয়ে রোকেয়া «» চাঁপাইনবাবগঞ্জে দলীয় নেতাকর্মীদের সাথে নৌকার প্রার্থীর মতবিনিময় সভা «» দেশের সকল থানার ওসি কে বদলি করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন «» শিবগঞ্জে আলহেরা মাদ্রাসা পরিদর্শন করলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা «» শিবগঞ্জে সাহাপাড়া আলহেরা জামিয়াতুল ইসলামীয়ার নূরানী ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন «» শিবগঞ্জে প্রজেক্টস ফর হিউম্যানিটি এর উদ্যোগে ৫৮ জনের কর্মসংস্থান «» শিবগঞ্জে সাহাপাড়া আলহেরা মাদরাসায় অভিভাবক সমাবেশ «» শিবগঞ্জ ফাজিল মাদরাসায় ৪ তলা বিশিষ্ট একাডেমিক ভবনের শুভ উদ্বোধন

গোদাগাড়িতে ট্রেনের চোরাই তেল সহ আটক ৪

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর গোদাগাড়িতে র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জের একটি দল অভিযান পরিচালনা করে ট্রেনের চোরাই তেল সহ ৪৫ জনকে আটক করেছে। র‌্যাব ক্যাম্প, চাঁপাইনবাবগঞ্জ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, সিপিসি-১ (চাঁপাইনবাবগঞ্জ), র‌্যাব-৫ ক্যাম্পের একটি অপারেশন দল কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার এস.এম. জামিল আহমেদ এর নেতৃত্বে অদ্য ০৫/০২/২০২০ ইং তারিখ রাত্রি ২২.৩০ ঘটিকায় রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন কাকনহাট রেলগেট সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে (ক) ট্রেনের তেল-২২০ লিটার, (খ) মোবাইলসেট-০৩টি, (গ) সীমকার্ড-০৪টি, (ঘ) মেমোরী কার্ড-০১টি, (ঙ) অটো ভ্যান-০১টি, (চ) প্লাষ্টিক ড্রাম-০৩টি, (ছ) পট-০১টি এবং (জ) পাইপ-০১টি সহ ০৪ জন ট্রেনের তেল চোর ১। আবুল খয়ের @জিকেন (৪৫), পিতা- মৃত সাজেমান, সাং-আমনুরা, থানা- চাঁপাইনবাবগঞ্জ, জেলা- চাঁপাইনবাবগঞ্জ ২। আবুল কাশেম (৩৫), পিতা-মৃত তৈয়মুর, সাং-আমনুরা, থানা- চাঁপাইনবাবগঞ্জ, জেলা- চাঁপাইনবাবগঞ্জ ৩। মোঃ রবিউল ইসলাম (৩৬), পিতা-মইজ উদ্দিন, সাং-টাকন পাড়া, থানা-গোদাগাড়ী, জেলা-রাজশাহী এবং ৪। মোঃ ইব্রাহিম আলী (২০), পিতা-মোঃ শহিদুল ইসলাম, সাং-কাকন মাষ্টার পাড়া, থানা-গোদাগাড়ী, জেলা-রাজশাহীদ্বয়কে ট্রেনের চোরাই তেলসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।

আপনার মতামত দিন :
সংবাদটি শেয়ার করুন :