আজ শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫, ১১:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
«» জাতাহারা ও ডোবার মোড় বণিক সমিতির নির্বাচনে প্রার্থী হিসেবে এগিয়ে মীম ওবায়দুল্লাহ্ «» শিবগঞ্জে পেশাজীবী ফোরামের আয়োজনে প্রীতিভোজ ও শিক্ষাশিবির অনুষ্ঠিত «» শিবগঞ্জে ছাত্রশিবিরের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী «» নাচোলে দ্বৈত ব্যান্ডমিন্টন টুর্নামেন্টর ফাইনাল খেলা অনুষ্ঠিত «» শিবগঞ্জে অন্যের জমি দখল করে ফসল বপণের অভিযোগ «» শিবগঞ্জে অবৈধভাবে মাটি কাটায় ১ লক্ষ টাকা জরিমানা, এক্সকেভেটর জব্দ «» শিবগঞ্জের কালীগঞ্জ সীমান্তে উত্তেজনা, বিএসএফ এর দুঃখ প্রকাশ «» শিবগঞ্জে পরিষ্কার পরিচ্ছন্নতা কাজের উদ্বোধন করলেন ইউএনও «» দুর্লভপুর ইউনিয়নের টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ «» দুর্লভপুর ইউনিয়নের টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ

গোদাগাড়িতে ট্রেনের চোরাই তেল সহ আটক ৪

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর গোদাগাড়িতে র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জের একটি দল অভিযান পরিচালনা করে ট্রেনের চোরাই তেল সহ ৪৫ জনকে আটক করেছে। র‌্যাব ক্যাম্প, চাঁপাইনবাবগঞ্জ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, সিপিসি-১ (চাঁপাইনবাবগঞ্জ), র‌্যাব-৫ ক্যাম্পের একটি অপারেশন দল কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার এস.এম. জামিল আহমেদ এর নেতৃত্বে অদ্য ০৫/০২/২০২০ ইং তারিখ রাত্রি ২২.৩০ ঘটিকায় রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন কাকনহাট রেলগেট সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে (ক) ট্রেনের তেল-২২০ লিটার, (খ) মোবাইলসেট-০৩টি, (গ) সীমকার্ড-০৪টি, (ঘ) মেমোরী কার্ড-০১টি, (ঙ) অটো ভ্যান-০১টি, (চ) প্লাষ্টিক ড্রাম-০৩টি, (ছ) পট-০১টি এবং (জ) পাইপ-০১টি সহ ০৪ জন ট্রেনের তেল চোর ১। আবুল খয়ের @জিকেন (৪৫), পিতা- মৃত সাজেমান, সাং-আমনুরা, থানা- চাঁপাইনবাবগঞ্জ, জেলা- চাঁপাইনবাবগঞ্জ ২। আবুল কাশেম (৩৫), পিতা-মৃত তৈয়মুর, সাং-আমনুরা, থানা- চাঁপাইনবাবগঞ্জ, জেলা- চাঁপাইনবাবগঞ্জ ৩। মোঃ রবিউল ইসলাম (৩৬), পিতা-মইজ উদ্দিন, সাং-টাকন পাড়া, থানা-গোদাগাড়ী, জেলা-রাজশাহী এবং ৪। মোঃ ইব্রাহিম আলী (২০), পিতা-মোঃ শহিদুল ইসলাম, সাং-কাকন মাষ্টার পাড়া, থানা-গোদাগাড়ী, জেলা-রাজশাহীদ্বয়কে ট্রেনের চোরাই তেলসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।

আপনার মতামত দিন :
সংবাদটি শেয়ার করুন :