আজ সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
«» কানসাটে চেম্বার অফ কমার্সের নির্বাচন উপলক্ষে আব্দুল ওয়াহেদ প্যানেলের পরিচিতি সভা «» চাঁপাইনবাবগঞ্জে চেম্বার অফ কমার্স নির্বাচনে হারুন-আনোয়ার-তরিকুল প্যানেলের পরিচিতি সভা «» চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অফ কমার্স নির্বাচনে আব্দুল ওয়াহেদ প্যানেলের পরিচিতি সভা «» মসজিদের উন্নয়নে সকলের এগিয়ে আসা উচিত -বেলাল-ই-বাকি ইদ্রিশী «» শিবগঞ্জে ফুলকুঁড়ি আসরের আয়োজনে শিশু সমাবেশ ও পুরস্কার বিতরণ «» থামছেইনা সাবেক সেনা সদস্য রফিকুলের যৌন অপরাধ, রেহাই পেলনা ৩য় শ্রেণীর ছাত্রীও «» শিবগঞ্জে ভিক্ষুক পুনর্বাসন, ঋণ ও ট্রাই সাইকেল বিতরণ «» ভয়াল ২৮ অক্টোবর উপলক্ষে শাহবাজপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল «» শিবগঞ্জে ঐতিহাসিক পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের বিশাল সমাবেশ «» চাঁপাইনবাবগঞ্জে ১৫২ নারীর মাঝে চেক ও সনদপত্র বিতরণ

তর্তীপুর মহাশ্মশান মেলায় নেই লোক সমাগম

ডেস্ক রিপোর্ট : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ তর্তীপুর শ্মশানে প্রতি বছরের ন্যায় এ বছরও চলছে হিন্দু ধর্মাবলম্বীদের মহাশ্মস্বান মেলা । গত ২ ফেব্রুয়ারি আনুষ্ঠানিক গঙ্গাস্নান অনুষ্ঠিত হলেও গঙ্গাস্নান অনুষ্ঠানের পরেও কিছুদিন চলমান থাকে মহাশ্মস্বান মেলা । মেলায় প্রায় ১০-১৫ দিন পর্যন্ত কাঠের যাবতীয় আসবাবপত্র, মনোহারি দ্রব্যাদি, শিশুদের খেলনা ও অন্যান্য ব্যবহার্য দ্রব্য ও পন্য সহ চলমান থাকে বিভিন্ন বিনোদনের কেন্দ্র । মহাশ্মশানের দিন হিন্দু ধর্মাবলম্বীসহ মুসলিমদের উপচে পড়া ভিড় থাকলেও কমতে থাকে দিন দিন । তবুও ক্রেতা ও বিক্রেতাদের উপস্থিতি থাকে লক্ষণীয় । কিন্তু এ বছর মেলায় লোক সমাগম গত বছরের তুলনায় অনেকটাই কম । মেলায় দোকান বরাদ্দ নেয়া মনোহারি ব্যবসায়ী হজরত আলী, রিপন আলী ও কামাল উদ্দীন জানান, গত বছর আমরা ভালো ব্যবসা করেছিলাম, কিন্তু এ বছর লোক সমাগম কম হওয়ায় আমাদের বেচা-কেনাও অনেক কম । কাঠের তৈরি বিভিন্ন আসবাবপত্র ব্যবসায়ী মেহেরুল ইসলাম, কাওসার আলী ও শ্রী উত্তম কুমার জানান, আমরা যে পরিকল্পনা নিয়ে মেলায় দোকান বরাদ্দ নিয়েছিলাম, তার অর্ধেকও ব্যবসা হচ্ছে না । তবে লোহার তৈরি বিভিন্ন ব্যবহার্য দ্রব্যাদি বিক্রেতা মুন্টু কর্মকার ও শ্রী নিখীল কর্মকার বলেন, আমাদের ব্যবসা তুলনামূলক ভালো চলছে, আশা করছি আরো কিছুদিন আমরা বেচা-কেনা ভালোই করতে পারব । মেলা পরিচালনায় দায়িত্বরত মো: সুমন আলী জানান, আমরা ছয় বছর যাবৎ এই মেলাটি পরিচালনা করে আসছি, এবারও অত্যন্ত শৃংখলার সাথেই আমরা মেলা পরিচালনা করে আসছি । আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীও আমাদেরকে পর্যাপ্ত সহযোগীতা করেছে ।

আপনার মতামত দিন :
সংবাদটি শেয়ার করুন :