ভোলাহাট থেকে : ২৯ জানুয়ারি ২০২০ ইং তারিখ বুধবার
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে পোল্লাডাংগা ইসলামপুর আলিম মাদ্রাসা কর্তৃক আয়োজিত নবীন বরণ ও বিদায় অনুষ্ঠিত হয় কোরআন তিলাওয়াতের মাধ্যমে সকাল ১০ ঘটিকার সময় অত্র মাদ্রাসা প্রাঙ্গনে।
সভাপতিত্ব করেন অত্র মাদ্রাসা কমিটির সভাপতি ও জেলা সদস্য মোঃ পিয়ার জাহান। এ সময় বক্তব্য রাখেন, অত্র মাদ্রাসার সুপার মাওলানা মোঃ আব্দুল হান্নান, সহ-সুপার মাওলানা মোঃ এমরান আলী, সাবেক দলদলী ইউপি চেয়ারম্যান মোঃ আলাউদ্দীন, দলদলী ইউপি চেয়ারম্যান মোঃ মাজহারুল ইসলাম পুতুল ও ভোলাহাট মোহবুল্লাহ কলেজের উপধ্যক্ষ মোঃ শফিকুল ইসলাম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,প্রভাষক মোঃ জালাল উদ্দীন, প্রভাষক মোঃ সাইদুর রহমান,প্রভাষক মোঃ খাইরুল ইসলাম সহ সকল শিক্ষক-শিক্ষিকা, কমিটির সদস্য, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ। উল্লেখ্য যে, আনুষ্ঠানিকভাবে নবীনদের বরণ ও প্রবীনদের বিদায় দেওয়া হয়। দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।