আজ রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ১১:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
«» আন্তর্জাতিক মানবাধিকার দিবসে রাজশাহীতে বিএনপির মানববন্ধন, গ্রেপ্তার ৫ «» শিবগঞ্জ থানায় ওসিদের বিদায় ও বরণ «» ওয়ার্ল্ড স্পোর্টস স্টার অ্যাওয়ার্ড পেলেন শিবগঞ্জের মেয়ে রোকেয়া «» চাঁপাইনবাবগঞ্জে দলীয় নেতাকর্মীদের সাথে নৌকার প্রার্থীর মতবিনিময় সভা «» দেশের সকল থানার ওসি কে বদলি করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন «» শিবগঞ্জে আলহেরা মাদ্রাসা পরিদর্শন করলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা «» শিবগঞ্জে সাহাপাড়া আলহেরা জামিয়াতুল ইসলামীয়ার নূরানী ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন «» শিবগঞ্জে প্রজেক্টস ফর হিউম্যানিটি এর উদ্যোগে ৫৮ জনের কর্মসংস্থান «» শিবগঞ্জে সাহাপাড়া আলহেরা মাদরাসায় অভিভাবক সমাবেশ «» শিবগঞ্জ ফাজিল মাদরাসায় ৪ তলা বিশিষ্ট একাডেমিক ভবনের শুভ উদ্বোধন

দেশের ৫০ টি মডেল মসজিদ উদ্বোধন করলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা

নিউজ ডেস্ক : সারা দেশে প্রথম ধাপে মোট ৫০ টি মডেল মসজিদের উদ্বোধন ঘোষনা করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা । বৃহস্পতিবার ১০ জুন ২০২১ সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে একযোগে আধুনিক ও সুসজ্জিত এই মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করেন । প্রধানমন্ত্রী এসময় বলেন, বিশ্বব্যপী জঙ্গীবাদের কারণে মানুষ হত্যা করে ইসলামের ভাবমূর্তী ক্ষূন্ন করা হচ্ছে।সন্ত্রাস , জঙ্গীবাদের পাশাপাশি নারী ও শিশু নির্যাতন এবং মাদক বলন্ধে সামাজিক সচেতনতা সৃষ্টির আহ্বান জানান । জঙ্গীবাদ ও সন্ত্রাস দমনে সামাজিক সচেতনতা তৈরি করতে আলেমদের প্রতি আহ্বানও জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । তিনি বলেন, একই সাথে নারী ও শিশু নির্যাতন ও দুর্নীতি বন্ধে ধর্ম-বর্ণ, শ্রেণী-পেশা নির্বিশেষে সবাইকে একসাথে কাজ করতে হবে। প্রধানমন্ত্রী আরো বলেন, বাংলাদেশের অসাম্প্রদায়িক চেতনার বীজ বপন করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।

নির্বাচনী ইশতেহার অনুযায়ী সারাদেশে ধারাবাহিকভাবে ৫৬০টি মসজিদ নির্মাণ করবে সরকার। মোট ৮ হাজার ৭২২ কোটি টাকা ব্যয়ে এই প্রকল্পের প্রথম ধাপে সারাদেশে ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে ১৩টি বিশেষ সুবিধার মধ্যে মসজিদে হজ্জ যাত্রীদের প্রশিক্ষণসহ পবিত্র হজ্ব পালনের জন্য ডিজিটাল নিবন্ধনের ব্যবস্থা থাকছে । নির্মিত এই মডেল মসজিদ্গুলো ইসলাম প্রচার ও বিকাশে সহায়ক হবে বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সরকার প্রতিটি মানুষের নিজ ধর্ম পালনের অধিকারে বিশ্বাসী ।

আপনার মতামত দিন :
সংবাদটি শেয়ার করুন :