আজ শনিবার, ২৭ Jul ২০২৪, ০৮:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
«» আন্তর্জাতিক মাদকমুক্ত সম্মাননা পেলেন শিবগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী আরিফ উদ্দিন «» নতুন প্রার্থী হিসেবে চমক দেখাতে চান মুসলিমা খাতুন নীতি «» প্রজাপতি প্রতীক পেয়েই ভোটের মাঠে মহিলা ভাইস-চেয়ারম্যান প্রার্থী শিউলী বেগম «» শিবগঞ্জে মহিলা ভাইস-চেয়ারম্যান পদে লড়ছেন নুরজাহান বেগম «» ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে ব্যাপক সাড়া পাচ্ছেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী গোলাম রাব্বানী «» শিবগঞ্জে মনোনয়ন জমা শেষ, চেয়ারম্যান ৬, ভাইস-চেয়ারম্যান ৭, মহিলা ভাইস-চেয়ারম্যান ৩ «» ভোটারদের উৎসাহেই নির্বাচনে এসেছি -ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী উজ্জ্বল «» ভোটারদের উৎসাহেই নির্বাচনে এসেছি -ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী উজ্জ্বল «» চাঁপাইনবাবগঞ্জ ভেটেরিনারি এসোসিয়েশনের উদ্যোগে ঈদ পূর্ণমিলনী «» শিবগঞ্জে শেখ হাসিনার জন্মবার্ষিকী উপলক্ষে ফুটবল টুর্নামেন্ট ও পুরস্কার বিতরণ

বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষে শিবগঞ্জ আদর্শ হাসপাতালের শীতবস্ত্র বিতরণ

ডেস্ক রিপোর্ট : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপনের ক্ষণগণনা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ আদর্শ হাসপাতালের উদ্যোগে গরীব ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচী পালিত হয়েছে । রবিবার ১৯ জানুয়ারী ২০২০ বিকেল ৩:৩০ টায় শিবগঞ্জ আদর্শ হাসপাতাল ভবনে আদর্শ হাসপাতালের নির্বাহী পরিচালক মো: বাবর আলীর সভাপতিত্বে ও মার্কেটিং অফিসার সাইফুল ইসলাম রানার পরিচালনায় অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ডা: সায়রা খান মেবিন । বিশেষ অতিথি ছিলেন শিবগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, চাঁপাইনবাবগঞ্জ শাখার ইউনিট অফিসার মো: কামাল উদ্দীন ও শিবগঞ্জ আদর্শ হাসপাতালের পরিচালক আব্দুল মজিদ । এ ছাড়াও হাসপাতালের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন । এসময় উপজেলার বিভিন্ন এলাকার প্রায় একশত গরীব ও শীতার্তদের হাতে উন্নতমানের কম্বল তুলে দেন অতিথিবৃন্দ । শীতবস্ত্র বিতরণে প্রধান অতিথি বলেন, শিবগঞ্জ আদর্শ হাসপাতালের এই মহৎ উদ্যোগকে আমি স্বাগত জানাই, এভাবে স্থানীয় অন্যান্য ক্লিনিক ও হাসপাতাল গুলো গরীব ও অসহায়দের সহযোগীতায় এগিয়ে আসলে সবাই আরো উপকৃত হতো । সভাপতির বক্তব্যে মো: বাবর আলী বলেন, আমাদের এই হাসপাতালের শ্লোগান হচ্ছে “টাকার অভাবে চিকিৎসা হবেনা, তা হবেনা তা হবেনা”, এবং আমাদের এই হাসপাতাল শুধুমাত্র ব্যবসায়ের উদ্দেশ্যেই প্রতিষ্ঠিত হয়নি, জনগনের সেবা করাও আমাদের লক্ষ্য । অতএব গরীব ও শীতার্ত সহ বিভিন্ন সুবিধাবঞ্চিত ও অসহায়দের সহযোগিতায় আমরা সর্বদাই আছি এবং থাকবো ।

আপনার মতামত দিন :
সংবাদটি শেয়ার করুন :