আজ রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ০৭:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
«» ওয়ার্ল্ড স্পোর্টস স্টার অ্যাওয়ার্ড পেলেন শিবগঞ্জের মেয়ে রোকেয়া «» চাঁপাইনবাবগঞ্জে দলীয় নেতাকর্মীদের সাথে নৌকার প্রার্থীর মতবিনিময় সভা «» দেশের সকল থানার ওসি কে বদলি করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন «» শিবগঞ্জে আলহেরা মাদ্রাসা পরিদর্শন করলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা «» শিবগঞ্জে সাহাপাড়া আলহেরা জামিয়াতুল ইসলামীয়ার নূরানী ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন «» শিবগঞ্জে প্রজেক্টস ফর হিউম্যানিটি এর উদ্যোগে ৫৮ জনের কর্মসংস্থান «» শিবগঞ্জে সাহাপাড়া আলহেরা মাদরাসায় অভিভাবক সমাবেশ «» শিবগঞ্জ ফাজিল মাদরাসায় ৪ তলা বিশিষ্ট একাডেমিক ভবনের শুভ উদ্বোধন «» শিবগঞ্জ ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদরাসায় অভিভাবক ও সূধী সমাবেশ «» শিবগঞ্জে এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষে শিবগঞ্জ আদর্শ হাসপাতালের শীতবস্ত্র বিতরণ

ডেস্ক রিপোর্ট : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপনের ক্ষণগণনা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ আদর্শ হাসপাতালের উদ্যোগে গরীব ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচী পালিত হয়েছে । রবিবার ১৯ জানুয়ারী ২০২০ বিকেল ৩:৩০ টায় শিবগঞ্জ আদর্শ হাসপাতাল ভবনে আদর্শ হাসপাতালের নির্বাহী পরিচালক মো: বাবর আলীর সভাপতিত্বে ও মার্কেটিং অফিসার সাইফুল ইসলাম রানার পরিচালনায় অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ডা: সায়রা খান মেবিন । বিশেষ অতিথি ছিলেন শিবগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, চাঁপাইনবাবগঞ্জ শাখার ইউনিট অফিসার মো: কামাল উদ্দীন ও শিবগঞ্জ আদর্শ হাসপাতালের পরিচালক আব্দুল মজিদ । এ ছাড়াও হাসপাতালের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন । এসময় উপজেলার বিভিন্ন এলাকার প্রায় একশত গরীব ও শীতার্তদের হাতে উন্নতমানের কম্বল তুলে দেন অতিথিবৃন্দ । শীতবস্ত্র বিতরণে প্রধান অতিথি বলেন, শিবগঞ্জ আদর্শ হাসপাতালের এই মহৎ উদ্যোগকে আমি স্বাগত জানাই, এভাবে স্থানীয় অন্যান্য ক্লিনিক ও হাসপাতাল গুলো গরীব ও অসহায়দের সহযোগীতায় এগিয়ে আসলে সবাই আরো উপকৃত হতো । সভাপতির বক্তব্যে মো: বাবর আলী বলেন, আমাদের এই হাসপাতালের শ্লোগান হচ্ছে “টাকার অভাবে চিকিৎসা হবেনা, তা হবেনা তা হবেনা”, এবং আমাদের এই হাসপাতাল শুধুমাত্র ব্যবসায়ের উদ্দেশ্যেই প্রতিষ্ঠিত হয়নি, জনগনের সেবা করাও আমাদের লক্ষ্য । অতএব গরীব ও শীতার্ত সহ বিভিন্ন সুবিধাবঞ্চিত ও অসহায়দের সহযোগিতায় আমরা সর্বদাই আছি এবং থাকবো ।

আপনার মতামত দিন :
সংবাদটি শেয়ার করুন :