আজ সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ০৯:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
«» শিবগঞ্জের চরজগন্নাথপুরে আবারো তীব্র নদী ভাঙন, ঘরবাড়ি বিলীনের আশংকা «» দুর্গা পূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শিবগঞ্জ পৌর জামায়াতের মতবিনিময় «» শিবগঞ্জে পৌরসভা কর্মকর্তা ও কর্মচারীদের সাথে ড. কেরামত আলীর মতবিনিময় «» শিবগঞ্জে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবীতে প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন «» শিবগঞ্জে ২ জনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা «» চাঁপাইনবাবগঞ্জে দুই আইজিপি বেনজির-শহীদুলের বিরুদ্ধে মামলার আবেদন «» রাধাকান্তপুর ফাজিল মাদরাসার অধ্যক্ষের বিচার দাবীতে শিক্ষার্থীদের মানববন্ধন «» শিবগঞ্জে অবৈধ ও পরিবেশ নষ্টকারী ইটভাটা অপসারণে শিক্ষার্থীদের মানববন্ধন «» শিবগঞ্জে সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের মতবিনিময় «» সোনামসজিদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ ও আহতদের স্মরণে র‍্যালি ও শোকসভা

ডিউটি অফিসারের ভূমিকায় চাঁপাই সদর থানার ওসি

কপোত নবী, চাঁপাইনবাবগঞ্জ : একটি সময় ছিলো যখন, থানা-পুলিশ যেকোন সাধারণ জনগণের কাছে একটি ভীতকর জায়গার নাম বলে সবাই জানতো। কিন্তু বর্তমান সরকারের নানামুখী পদক্ষেপের কারনে থানা ও পুলিশ জনগণের জন্য একটি নিরাপদ, আস্থা ও ভরসার নাম হিসেবে বিবেচিত হচ্ছে।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় এরই প্রমাণ মিলেছে বুধবার সন্ধ্যায়। থানায় গিয়ে দেখা গেছে, দ্রুত জনসাধারণের বিভিন্ন সমস্যা শুনতে ও এর সমাধান দিতে নিজ কক্ষ ছেড়ে ডিউটি অফিসারের কক্ষে এসে জনসাধারণের কথা শুনছেন চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার-ইন-চার্জ (ওসি) মো. জিয়াউর রহমান পিপিএম।

এতে থানায় বিভিন্ন সেবা নিতে আসা জনসাধারণের একদিকে যেমন কমেছে হয়রানী, অন্যদিকে সমাধানও মিলছে দ্রুত সময়ে।

সদর থানার ওসির এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে সেবাগ্রহীতারা বলছেন, একজন ওসি হয়েও ডিউটি অফিসারের মতো এমন দায়িত্ব পালন অন্যান্য পুলিশ সদস্যের জন্য অনুকরণীয়।

জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ জেলার নতুন পুলিশ সুপার এইচ. এম. আব্দুর রকিব বিপিএম পিপিএম (বার) যোগদানের পর সদর মডেল থানার অফিসার-ইন-চার্জ (ওসি) মো. জিয়াউর রহমান পি‌পিএম এভাবেই নিজ কক্ষ ছেড়ে ডিউটি অফিসারের কক্ষে এসে জনসাধারণের কথা শুনছেন ও বিভিন্ন সেবা প্রদান করছেন।

ইতোমধ্যে নব যোগদানকৃত পুলিশ সুপারের নির্দেশে জেলা মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন ওসি জিয়াউর রহমান পিপিএম।

আপনার মতামত দিন :
সংবাদটি শেয়ার করুন :