আজ শনিবার, ২৭ Jul ২০২৪, ০১:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
«» আন্তর্জাতিক মাদকমুক্ত সম্মাননা পেলেন শিবগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী আরিফ উদ্দিন «» নতুন প্রার্থী হিসেবে চমক দেখাতে চান মুসলিমা খাতুন নীতি «» প্রজাপতি প্রতীক পেয়েই ভোটের মাঠে মহিলা ভাইস-চেয়ারম্যান প্রার্থী শিউলী বেগম «» শিবগঞ্জে মহিলা ভাইস-চেয়ারম্যান পদে লড়ছেন নুরজাহান বেগম «» ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে ব্যাপক সাড়া পাচ্ছেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী গোলাম রাব্বানী «» শিবগঞ্জে মনোনয়ন জমা শেষ, চেয়ারম্যান ৬, ভাইস-চেয়ারম্যান ৭, মহিলা ভাইস-চেয়ারম্যান ৩ «» ভোটারদের উৎসাহেই নির্বাচনে এসেছি -ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী উজ্জ্বল «» ভোটারদের উৎসাহেই নির্বাচনে এসেছি -ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী উজ্জ্বল «» চাঁপাইনবাবগঞ্জ ভেটেরিনারি এসোসিয়েশনের উদ্যোগে ঈদ পূর্ণমিলনী «» শিবগঞ্জে শেখ হাসিনার জন্মবার্ষিকী উপলক্ষে ফুটবল টুর্নামেন্ট ও পুরস্কার বিতরণ

শিবগঞ্জে এক ভূয়া চিকিৎসককে ৫০ হাজার টাকা জরিমানা ও চিকিৎসা প্রদানে নিষেধাজ্ঞা

ডেস্ক রিপোর্ট : চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জে মাসুম আলী নামের এক ভূয়া চিকিৎসককে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে । বৃহস্পতিবার ১৭ ডিসেম্বর ২০২০ উপজেলার শ্যামপুর উরমপুর গ্রামের কথিত হোমিও চিকিৎসক মাসুম আলীকে চাঁপাইনবাবগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. জহিরুল ইসলাম এর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ভূয়া ডাক্তার সেজে চিকিৎসার নামে মানুষের সাথে প্রতারণা করার অপরাধে এ জরিমানা করা হয় ।

জানা যায় মো. মাসুম আলী কথিত হোমিও চিকিৎসক হয়েও দীর্ঘদিন যাবৎ এলিওপ্যাথিক ও ভেষজ সহ বিভিন্ন চিকিৎসা দিয়ে মানুষের কাছে প্রতারণা করে আসছিল । বিষয়টি মিডিয়ার নজরে আসলে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হওয়ার পর ভূয়া চিকিৎসক মাসুম আলীর বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করা হয় ।

এ ব্যাপারে ভোক্তা অধিকার আইনের সহকারি পরিচালক মো. জহিরুল ইসলাম জানান, মাসুম আলী কথিত হোমিও চিকিৎসক হয়েও সে বিভিন্ন ধরনের চিকিৎসা করে মানুষের সাথে প্রতারণা করে আসছিল । তাছাড়া অন্যায়ভাবে নাকের পলিপাস অপারেশনও করে আসছিল যা বিধি সম্মত নয় । তার অপরাধমূলক কাজের জন্য তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং তিনি আপাতত আর কোন চিকিৎসা সেবা দিতে পারবেন না ।

আপনার মতামত দিন :
সংবাদটি শেয়ার করুন :