নিউজ ডেস্ক : চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ আইডিয়াল সোসাইটি ইমপ্রুভমেন্ট ফাউন্ডেশন (বিসিফ) এর উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে । সোমবার ১৪ ডিসেম্বর ২০২০ চাঁপাইনবাবগঞ্জে বিসিফ এর কেন্দ্রীয় কার্যালয়ে বিসিফ এর সহ-সভাপতি মো: বাবর আলীর সভাপতিত্বে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় । এসময় আরো উপস্থিত ছিলেন বিসিফ এর উপ-পরিচালক মো: জোহরুল ইসলাম, সহকারি পরিচালক মো: শরিফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ সদর জোনাল ম্যানেজার মাহবুবুর রহমান ও গোদাগাড়ি জোনাল ম্যানেজার জাহাঙ্গীর আলম সহ আরো অনেকে ।
এসময় বক্তারা শহীদ বুদ্ধিজীবীগণের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন সহ আত্নার মাগফিরাত কামনা করে দোয়া করেন ।