আজ সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ০৮:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
«» শিবগঞ্জের চরজগন্নাথপুরে আবারো তীব্র নদী ভাঙন, ঘরবাড়ি বিলীনের আশংকা «» দুর্গা পূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শিবগঞ্জ পৌর জামায়াতের মতবিনিময় «» শিবগঞ্জে পৌরসভা কর্মকর্তা ও কর্মচারীদের সাথে ড. কেরামত আলীর মতবিনিময় «» শিবগঞ্জে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবীতে প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন «» শিবগঞ্জে ২ জনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা «» চাঁপাইনবাবগঞ্জে দুই আইজিপি বেনজির-শহীদুলের বিরুদ্ধে মামলার আবেদন «» রাধাকান্তপুর ফাজিল মাদরাসার অধ্যক্ষের বিচার দাবীতে শিক্ষার্থীদের মানববন্ধন «» শিবগঞ্জে অবৈধ ও পরিবেশ নষ্টকারী ইটভাটা অপসারণে শিক্ষার্থীদের মানববন্ধন «» শিবগঞ্জে সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের মতবিনিময় «» সোনামসজিদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ ও আহতদের স্মরণে র‍্যালি ও শোকসভা

চাঁপাইনবাবগঞ্জে ১৫টি ওয়ার্ডে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের উদ্যোগ গ্রহণ

কপোত নবী, নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের ১৫টি ওয়ার্ডে দুস্থ, অসহায় ও গরীব গর্ভবতী মহিলা ও পুরুষদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান কর্মসূচীর বাৎসরিক গণশুনানি বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে।

ইউরোপিয়ান ইউনিয়ন এর অর্থায়নে রিসোর্স ইন্টিগ্রেশন (রিক) এর সহযোগিতায় চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা চিকিৎসা সেবা প্রদান করবেন।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র ও ফুলকুড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নজরুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন, ১,২ ও ৩ নং ওয়ার্ড কাউন্সিলর মোসা. মোসলেমা বেগম, সেবাদানকারী প্রতিষ্ঠান মেডিকেল সেন্টারের পরিচালক মো. সারোয়ার জাহান। এ ছাড়াও পৌরসভার বিভিন্ন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

চাঁপাইনবাবগঞ্জের রোজ মেডিক্যাল সেন্টারের পরিচালক সারোয়ার জাহান, দুস্থ, অসহায়, গরীব পুরুষ ও গর্ভবতী মহিলাদের চিকিৎসার ক্ষেত্রে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

মেয়র নজরুল ইসলাম ফ্রি চিকিৎসা প্রদানের জন্য রিক, রোজ মেডিকেল সেন্টার ও ল্যাব অয়ান মেডিকেল সেন্টারকে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এ ফ্রি চিকিৎসা ক্যাম্প যেন আরও দীর্ঘ দিন চলে সে ব্যাপারে যথাযোগ্য ভূমিকা পালন করবেন বলেও জানিয়েছেন মেয়র ।

আপনার মতামত দিন :
সংবাদটি শেয়ার করুন :