আজ শনিবার, ২৭ Jul ২০২৪, ০১:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
«» আন্তর্জাতিক মাদকমুক্ত সম্মাননা পেলেন শিবগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী আরিফ উদ্দিন «» নতুন প্রার্থী হিসেবে চমক দেখাতে চান মুসলিমা খাতুন নীতি «» প্রজাপতি প্রতীক পেয়েই ভোটের মাঠে মহিলা ভাইস-চেয়ারম্যান প্রার্থী শিউলী বেগম «» শিবগঞ্জে মহিলা ভাইস-চেয়ারম্যান পদে লড়ছেন নুরজাহান বেগম «» ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে ব্যাপক সাড়া পাচ্ছেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী গোলাম রাব্বানী «» শিবগঞ্জে মনোনয়ন জমা শেষ, চেয়ারম্যান ৬, ভাইস-চেয়ারম্যান ৭, মহিলা ভাইস-চেয়ারম্যান ৩ «» ভোটারদের উৎসাহেই নির্বাচনে এসেছি -ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী উজ্জ্বল «» ভোটারদের উৎসাহেই নির্বাচনে এসেছি -ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী উজ্জ্বল «» চাঁপাইনবাবগঞ্জ ভেটেরিনারি এসোসিয়েশনের উদ্যোগে ঈদ পূর্ণমিলনী «» শিবগঞ্জে শেখ হাসিনার জন্মবার্ষিকী উপলক্ষে ফুটবল টুর্নামেন্ট ও পুরস্কার বিতরণ

শিবগঞ্জে জীবন ঝুঁকি নিয়েই পার হচ্ছে নারী ও শিশুরা

ডেস্ক রিপোর্ট : চাঁপাইবগঞ্জের শিবগঞ্জ মোবারকপুর ইউনিয়নের ফাঁসিতোলার এলাকার নারী ও শিশু সহ কয়েক হাজার মানুষ পার প্রতিনিয়ত পারাপার হচ্ছে একটিমাত্র বাঁশের উপর ভর করে। ইতপূর্বে মোবারকপুর ও দাইপুকুরিয়া ইউনিয়নের সীমান্ত ঘেঁসে বয়ে যাওয়া ফাঁসিতোলার ছোট নদীটির ঐপারে তেমন কোন ঘরবাড়ি ছিলনা, কিন্তু স্থানীয়দের দাবী, গত কয়েক বছরের মধ্যে নদীটির ঐপারে প্রায় ৪০ থেকে ৫০ টি পরিবার বসবাস করছে, যাদের জীবন ও সংসার পরিচালনার সব কিছু করতে নদীটি পার হতে হয় প্রতিনিয়তই। তাদের মতে, প্রায় ২০ বছর যাবৎ এভাবে বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়েই তারা নদীর এক পার থেকে অন্য পারে যাতায়াত করলেও বর্তমানে উভয় পারের প্রায় ৭ থেকে ৮ হাজার মানুষ প্রতিনিয়ত যাতায়াত করার ফলে বাঁশের সাঁকোটি অনেকটাই ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দা তফিকুল ইসলাম ও তারিকুল ইসলাম জানান, এর আগে জীবন ঝুঁকি নিয়ে এই বাশের সাঁকোটি দিয়ে পারাপারের সময় ২ জনের কোমর ভাঙ্গাসহ ৫/৬ জন পড়ে গিয়ে বিভিন্নভাবে আহত হয়েছে। আমরা এখানে বাঁশের সাঁকো উঠিয়ে একটি কালভার্ট বা ব্রীজ তৈরির জন্য এর আগে স্থানীয় ওয়ার্ড সদস্য, ইউপি চেয়ারম্যান ও সংসদ সদস্যের কাছে আবেদন করেছি, এখন পর্যন্ত কোন ফলাফল পাইনি। তবে অতি শীঘ্রই হাজার হাজার মানুষের পারাপারের এই ঝুঁকিপূর্ণ বাশের সাঁকোটি উঠিয়ে একটা কালভার্ট করে দেয়ার জন্য কর্তৃপক্ষের কাছে জোর দাবী জানাচ্ছি ।

আপনার মতামত দিন :
সংবাদটি শেয়ার করুন :