নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের আসন্ন শিবগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীক ও দলীয় মনোনয়ন পেতে আবেদন পত্র জমা দিয়েছেন বর্তমান মেয়র এআরএম আজরী মো: কারিবুল হক রাজিন । বৃহস্পতিবার দুপুরে আওয়ামী লীগসহ বিভিন্ন সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দকে সাথে নিয়ে আবেদন পত্র জমা দেন তিনি ।
জানাগেছে, চাঁপাইনবাবগঞ্জে পৌরসভা নির্বাচন উপলক্ষে দলীয় হাইকমান্ডের নির্দেশনায় মেয়র পদে মনোনয়ন পেতে প্রার্থী হতে ইচ্ছুকরা আবেদন জমা দিয়েছেন ।
জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মঈনুদ্দিন মন্ডল ও সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ সেগুলো পর্যবেক্ষণ করে কেন্দ্রে পাঠাবেন । কেন্দ্র জাচাই বাছাই শেষে যাকে বিবেচনা করবেন তাকেই প্রার্থী নির্বাচিত করা হবে ।