আজ শনিবার, ২৭ Jul ২০২৪, ০১:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
«» আন্তর্জাতিক মাদকমুক্ত সম্মাননা পেলেন শিবগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী আরিফ উদ্দিন «» নতুন প্রার্থী হিসেবে চমক দেখাতে চান মুসলিমা খাতুন নীতি «» প্রজাপতি প্রতীক পেয়েই ভোটের মাঠে মহিলা ভাইস-চেয়ারম্যান প্রার্থী শিউলী বেগম «» শিবগঞ্জে মহিলা ভাইস-চেয়ারম্যান পদে লড়ছেন নুরজাহান বেগম «» ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে ব্যাপক সাড়া পাচ্ছেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী গোলাম রাব্বানী «» শিবগঞ্জে মনোনয়ন জমা শেষ, চেয়ারম্যান ৬, ভাইস-চেয়ারম্যান ৭, মহিলা ভাইস-চেয়ারম্যান ৩ «» ভোটারদের উৎসাহেই নির্বাচনে এসেছি -ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী উজ্জ্বল «» ভোটারদের উৎসাহেই নির্বাচনে এসেছি -ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী উজ্জ্বল «» চাঁপাইনবাবগঞ্জ ভেটেরিনারি এসোসিয়েশনের উদ্যোগে ঈদ পূর্ণমিলনী «» শিবগঞ্জে শেখ হাসিনার জন্মবার্ষিকী উপলক্ষে ফুটবল টুর্নামেন্ট ও পুরস্কার বিতরণ

শিবগঞ্জে কানসাট-ত্রিমোহনী রাস্তার বেহাল দশা, প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা

হাবিবুল বারি হাবিব : বাংলাদেশের সীমান্তবর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জ। এই জেলার অন্যতম গুরুত্বপূর্ণ একটি জায়গা কানসাট, যা জেলার শিবগঞ্জ উপজেলায় অবস্থিত এবং বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম আমবাজার নামে পরিচিত। চাঁপাইনবাবগঞ্জ শহর, সোনামসজিদ ও গোমস্তাপুরের মিলনস্থল হলো কানসাট। কেননা প্রতিদিনই এই কানসাট থেকে কানসাট-সোনামসজিদ, কানসাট-চাঁপাইনবাবগঞ্জ ও কানসাট-গোমস্তাপুর-আড্ডা সড়কে হাজার হাজার মানুষ বিভিন্ন প্রয়োজনে যাতায়াত করে থাকেন। কিন্তু কানসাট-গোমস্তাপুর-আড্ডা সড়কের কানসাট থেকে ত্রিমোহনী পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ন এই সড়কটি দীর্ঘদিন থেকে মেরামতের অভাবে অনেকটাই ঝুঁকিপূর্ন হয়ে পড়েছে। প্রতিনিয়তই এই রাস্তাটিতে ঘটছে দুর্ঘটণা। রাস্তার মাঝে মাঝে বড় বড় খাল ও ভাঙ্গা জায়গা থাকার ফলে রিক্সা, অটোরিক্সা, সিএনজি ও ভ্যান সহ বিভিন্ন গাড়ি উল্টে যাওয়ার ঘটনা ঘটছে অহরহ। রাস্তার মাঝে অসংখ্য জায়গা ভেঙে গর্ত হয়ে যাওয়ার ফলে বিভিন্ন যানবাহনে চলাচলের সময় মৃত্যু ঝুঁকিতেও পড়ছে যাত্রীরা। কোন কোন জায়গায় পুরো রাস্তাই ভেঙে থাকার ফলে রাস্তার পাশের গলি দিয়েও বিভিন্ন যানবাহন চলাচল করতে দেখা গেছে। সরেজমিনে গেলে এলাকাবাসীরা জানিয়েছেন, অল্প কিছুদিন পূর্বে শিবগঞ্জের সোনামসজিদ এলাকায় ভাঙ্গা রাস্তার কারনে ধান বোঝাই ভুটভুটি উল্টে একসাথে ৮ জন ব্যক্তি নিহত হওয়ার পর থেকে আমরা অনেকটা ভয়ের মধ্য দিয়েই এই রাস্তাটি দিয়ে যাতায়াত করছি। অকেজোপ্রায় ও ঝুঁকিপূর্ন এই রাস্তাটিতে কোন প্রানহাণী ঘটে যাওয়ার পূর্বেই তা মেরামতেরও জোর দাবী জানান এলাকাবাসী। এদিকে নিজেদের জীবন ও গাড়ির ঝুঁকি নিয়েই রাস্তায় চলাচল করতে হচ্ছে বলে জানিয়েছেন গাড়ি চালকরা। কানসাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বেনাউল ইসলামের নিকট জানতে চাইলে তিনি বলেন, শিবগঞ্জ উপজেলার মধ্যে কানসাট-ত্রিমোহনী রাস্তাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম একটি রাস্তা। কেননা এই রাস্তাটি বরেন্দ্র এলাকার সাথে সরাসরি যুক্ত থাকার ফলে বর্তমান ধান মৌসুমে প্রচুর পরিমাণে ধান ও ধানের খড় বোঝাই গাড়ি যাতায়াত করে এই রাস্তাটির উপর দিয়ে। বর্তমানে গুরুত্বপূর্ণ এই রাস্তাটির বেহাল দশার কথা স্বীকার করে তা দ্রুত মেরামতের দাবী জানান তিনি। বিষয়টি নিয়ে কথা বললে সড়ক ও জনপথ বিভাগের চাঁপাইনবাবগঞ্জ জেলা নির্বাহী প্রকৌশলী সানজিদা আফরিন জানান, বিষয়টি আমরা নজরে নিয়েছি । অতি শীঘ্রই সেই রাস্তাটি মেরামতের কাজ শুরু হবে ।

আপনার মতামত দিন :
সংবাদটি শেয়ার করুন :