ডেস্ক রিপোর্ট : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারের মাঝে আর্থিক সহায়তা ও খাদ্যসামগ্রী প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে গুলনাহার-কশিমুদ্দিন (জিকে) ফাউন্ডেশনের উদ্যোগে বালিয়াদিঘি গ্রামে নিহত আট পরিবারকে ১০ হাজার, আহত পাঁচ পরিবারকে তিন হাজার টাকা করে প্রদান করা হয়।
একই সঙ্গে তাদেরকে এক মাসের নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ নজমুল কবির মুক্তা, সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম টুটুল খাঁন, পৌর ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান হিমেল, সাধারণ সম্পাদক আলীরাজ ও নারী নেত্রী নূরজাহান বেগমসহ অন্যরা ।