নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে হযরত আয়েশা সিদ্দিকা (রাঃ) বালিকা হাফেজিয়া মাদরাসার ছাত্রীদের কুরআন সবক প্রদান উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।
বুধবার ২৫ নভেম্বর রাতে পৌর এলাকার বালিগ্রাম বাইতুস সালাম জামে মসজিদে আলোচনা সভা ও দোয়া মাহফিলটি অনুষ্ঠিত হয়। আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন মাওলানা মো. মোসাদ্দারুল ইসলাম। আর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ সদস্য ও কৃষক লীগ নেতা আব্দুল হাকিম ।
প্রধান আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা করেন, নিমগাছি জেসামিয়া মাদরাসার মুহতামিম মাওলানা মো. মাহবুবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, আতিক অটো রাইস মিলের মালিক মো. মফিজ উদ্দিন, পাঠানপাড়া জামে মসজিদের খতিব মাওলানা আমানুল্লাহ আমানসহ স্থানীয় মসজিদ কমিটির সদস্যবৃন্দ। শেষে মাদরাসার শিক্ষার্থীদের হাতে কুরআন তুলে দেন আমন্ত্রিত অতিথিরা ।