আজ শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
«» চাঁপাইনবাবগঞ্জে দুই আইজিপি বেনজির-শহীদুলের বিরুদ্ধে মামলার আবেদন «» রাধাকান্তপুর ফাজিল মাদরাসার অধ্যক্ষের বিচার দাবীতে শিক্ষার্থীদের মানববন্ধন «» শিবগঞ্জে অবৈধ ও পরিবেশ নষ্টকারী ইটভাটা অপসারণে শিক্ষার্থীদের মানববন্ধন «» শিবগঞ্জে সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের মতবিনিময় «» সোনামসজিদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ ও আহতদের স্মরণে র‍্যালি ও শোকসভা «» শিবগঞ্জে ডাকাত সন্দেহে ১ ব্যক্তিকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা «» আন্তর্জাতিক মাদকমুক্ত সম্মাননা পেলেন শিবগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী আরিফ উদ্দিন «» নতুন প্রার্থী হিসেবে চমক দেখাতে চান মুসলিমা খাতুন নীতি «» প্রজাপতি প্রতীক পেয়েই ভোটের মাঠে মহিলা ভাইস-চেয়ারম্যান প্রার্থী শিউলী বেগম «» শিবগঞ্জে মহিলা ভাইস-চেয়ারম্যান পদে লড়ছেন নুরজাহান বেগম

গাঢ় কুয়াশায় গ্রামবাংলার মানুষের শীতের আমেজ

এম এ করিম : কুয়াশাছন্ন শীতের সকাল মানুষদের জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা, ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন জেলা, তাপমাত্রাও কমেছে দিনের তুলনায় অনেকটাই বেশি।

প্রকৃতির ঠান্ডা হিমেল হাওয়ায় জবুধুয়া অবস্থা চরম বিপাকে পড়েছে দৈনন্দিন পরিশ্রমী দু-বেলা খেটে খাওয়া মানুষ।

এদিকে ধীরে ধীরে শীতের আগমন নামতে শুরু করায় ঋতুর পালাবদলে মাঠের সবুজ ঘাস ও মাকড়সার জালে সারারাতই টিপটিপ করে শীতের কুয়াশায় জমে পড়ে থাকা সাদা ধপধপে শিশির কণা,অার এতেই জানান দিচ্ছে কনকনে ঠান্ডা ও শীতের শুরু হওয়া বার্তা।

এছাড়াও,সূর্যমামা উঠার আগেই সবুজের গালিচাই সকলের শিশির দেখে যেন মনে হয় শীতের কুয়াশাচ্ছন্ন সকালে ডাক,যা কুয়াশা মুড়ানো শীতের সকাল অনেক বেলা পর্যন্ত ঠান্ডায় শরীরে চাদর মোড়ানো হয় শীতের সকাল।

প্রকৃতির নিয়মে বাংলার কার্তিক মাসের প্রায় শেষের দিকে মৃদু ঠান্ডা হিমেল হাওয়ায় ভেসে আসা সব স্মৃতির সবুজ মাঠের অনুভাবী শীতের প্রকৃতি।

প্রকৃতির নিয়োম রুপে মায়া বাড়ানো কুয়াশাচ্ছন্ন সকালে গ্রামে গঞ্জে সবুজ ধান ধানক্ষেতের ডোগায় ডোগায় জমে থাকা ধবধবে সাদা শিশির বিন্দু কণা,যা দেখে মন ভরে যায় এমন প্রকৃতির অপরূপ সুন্দর্য।

শীতের সকালে পোখ-পাখালির গুঞ্জন অার কলকাকলিতে মুখরিত করে গ্রামবাংলার চারপাশ। এদিকে শীতের সকালে বেলা বাড়ার সাথে সাথে সুর্যের দেখা মিললেও তার সূর্যতাপ বা প্রখরতা কিছুটা হলেও কমেছে। অন্যদিকে তাপমাত্রা পারত নামছে শীতের রাতে।

এদিকে কুয়াশার চাদর মোড়ানো শীতে চাঁপাইনবাবগঞ্জের গ্রাম-গঞ্জের মানুষ গরম কাপড়ের অনুভবে ভিড় জমায় স্থানীয় আশপাশের মার্কেটগুলোতে ।

আপনার মতামত দিন :
সংবাদটি শেয়ার করুন :