আজ রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ১১:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
«» আন্তর্জাতিক মানবাধিকার দিবসে রাজশাহীতে বিএনপির মানববন্ধন, গ্রেপ্তার ৫ «» শিবগঞ্জ থানায় ওসিদের বিদায় ও বরণ «» ওয়ার্ল্ড স্পোর্টস স্টার অ্যাওয়ার্ড পেলেন শিবগঞ্জের মেয়ে রোকেয়া «» চাঁপাইনবাবগঞ্জে দলীয় নেতাকর্মীদের সাথে নৌকার প্রার্থীর মতবিনিময় সভা «» দেশের সকল থানার ওসি কে বদলি করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন «» শিবগঞ্জে আলহেরা মাদ্রাসা পরিদর্শন করলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা «» শিবগঞ্জে সাহাপাড়া আলহেরা জামিয়াতুল ইসলামীয়ার নূরানী ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন «» শিবগঞ্জে প্রজেক্টস ফর হিউম্যানিটি এর উদ্যোগে ৫৮ জনের কর্মসংস্থান «» শিবগঞ্জে সাহাপাড়া আলহেরা মাদরাসায় অভিভাবক সমাবেশ «» শিবগঞ্জ ফাজিল মাদরাসায় ৪ তলা বিশিষ্ট একাডেমিক ভবনের শুভ উদ্বোধন

গাঢ় কুয়াশায় গ্রামবাংলার মানুষের শীতের আমেজ

এম এ করিম : কুয়াশাছন্ন শীতের সকাল মানুষদের জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা, ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন জেলা, তাপমাত্রাও কমেছে দিনের তুলনায় অনেকটাই বেশি।

প্রকৃতির ঠান্ডা হিমেল হাওয়ায় জবুধুয়া অবস্থা চরম বিপাকে পড়েছে দৈনন্দিন পরিশ্রমী দু-বেলা খেটে খাওয়া মানুষ।

এদিকে ধীরে ধীরে শীতের আগমন নামতে শুরু করায় ঋতুর পালাবদলে মাঠের সবুজ ঘাস ও মাকড়সার জালে সারারাতই টিপটিপ করে শীতের কুয়াশায় জমে পড়ে থাকা সাদা ধপধপে শিশির কণা,অার এতেই জানান দিচ্ছে কনকনে ঠান্ডা ও শীতের শুরু হওয়া বার্তা।

এছাড়াও,সূর্যমামা উঠার আগেই সবুজের গালিচাই সকলের শিশির দেখে যেন মনে হয় শীতের কুয়াশাচ্ছন্ন সকালে ডাক,যা কুয়াশা মুড়ানো শীতের সকাল অনেক বেলা পর্যন্ত ঠান্ডায় শরীরে চাদর মোড়ানো হয় শীতের সকাল।

প্রকৃতির নিয়মে বাংলার কার্তিক মাসের প্রায় শেষের দিকে মৃদু ঠান্ডা হিমেল হাওয়ায় ভেসে আসা সব স্মৃতির সবুজ মাঠের অনুভাবী শীতের প্রকৃতি।

প্রকৃতির নিয়োম রুপে মায়া বাড়ানো কুয়াশাচ্ছন্ন সকালে গ্রামে গঞ্জে সবুজ ধান ধানক্ষেতের ডোগায় ডোগায় জমে থাকা ধবধবে সাদা শিশির বিন্দু কণা,যা দেখে মন ভরে যায় এমন প্রকৃতির অপরূপ সুন্দর্য।

শীতের সকালে পোখ-পাখালির গুঞ্জন অার কলকাকলিতে মুখরিত করে গ্রামবাংলার চারপাশ। এদিকে শীতের সকালে বেলা বাড়ার সাথে সাথে সুর্যের দেখা মিললেও তার সূর্যতাপ বা প্রখরতা কিছুটা হলেও কমেছে। অন্যদিকে তাপমাত্রা পারত নামছে শীতের রাতে।

এদিকে কুয়াশার চাদর মোড়ানো শীতে চাঁপাইনবাবগঞ্জের গ্রাম-গঞ্জের মানুষ গরম কাপড়ের অনুভবে ভিড় জমায় স্থানীয় আশপাশের মার্কেটগুলোতে ।

আপনার মতামত দিন :
সংবাদটি শেয়ার করুন :